X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথের চার ট্রাস্টিকে রাখা হয়েছে শাহবাগ থানায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২২, ২১:২৪আপডেট : ২২ মে ২০২২, ২১:২৪

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চার সদস্যকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় রাখা হয়েছে। সোমবার (২৩ মে) সকালে তাদের ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করা হবে। তারা চারজন সুস্থ আছেন।

রবিবার (২২ মে) সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার সকালে তাদের নিম্ন আদালতে হাজির করা হবে।

হাইকোর্টের আদেশের পর তাদের শাহবাগ থানায় নিয়ে আসা হয়। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তাদের সহকর্মী ও স্বজনরা ভিড় করেন। খোঁজ খবর নেন তারা।

ওসি জানিয়েছেন, গ্রেফতার চার ট্রাস্টি ভালো আছেন। আইন অনুযায়ী থানা হেফাজতে থাকার সময় যেসকল সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা, তা তারা পাচ্ছেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের একটি মামলায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্যের জামিন আবেদন খারিজ করেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে হাজির করতে বলা হয়েছে।

ট্রাস্টি বোর্ডের চার সদস্য হলেন- এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।

রবিবার (২২ মে) তাদের জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা