X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক ইমরানকে তলবের ঘটনায় এলআরএফ’র নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ১৯:৫৯আপডেট : ২৪ মে ২০২২, ২০:৩৩

সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার বাহাউদ্দিন আল ইমরানকে সাতক্ষীরায় ডেকে ব্যাখ্যা চাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, আদালত, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন এক বিবৃতিতে বলেন, একজন সাংবাদিক তার গোপন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ লেখেন। সেই সূত্র গোপন রাখাই সাংবাদিকতার প্রতিষ্ঠিত নীতি। সংবাদের সত্যতা নিয়ে পশ্ন থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিবাদলিপি পাঠাতে পারেন। কিন্তু একজন সাংবাদিককে তার সংবাদের বিষয়ে তদন্ত কমিটির সামনে ডাকার কোনও অধিকার স্থানীয় সরকার বিভাগ, খুলনার নেই। এভাবে সাংবাদিককে ডেকে ব্যাখ্যা চাওয়া আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সাংবাদিকতার নীতি পরিপন্থী।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সাংবাদিক ইমরানকে গণশুনানিতে ডাকা পরোক্ষভাবে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক হুমকির শামিল। সংবাদে যে বিষয়ে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এসেছে তা নিয়ে বিভাগীয় তদন্ত করা উচিত ছিল। কিন্তু সেই তদন্ত না করে প্রকাশ্যে গণশুনানির আয়োজন করে সেখানে সাংবাদিককে ডাকা হয়েছে। খুলনার স্থানীয় সরকার বিভাগের এহেন উদ্যোগের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অযথা সাংবাদিক ইমরানকে হয়রানির চেষ্টা করা হলে এলআরএফ সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সাংবাদিক সমাজ সংবিধান প্রদত্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় কোনও আপস করবে না।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ‘অবাধ্য হলে এখনও ক্রসফায়ারের হুমকি দেন নাজিম উদ্দিন’ শিরোনামে একটি সংবাদ বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়। সেই সংবাদের জেরে আগামী ৩০ মে বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে গণশুনানির আয়োজন করা হয়। উক্ত শুনানিতে সাংবাদিক বাহাউদ্দিন ইমরানকেও ডাকা হয়েছে।

/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা