X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিক বাহাউদ্দিন ইমরানকে সাতক্ষীরায় ডেকে ব্যাখ্যা চাওয়ায় ডিইউজের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ২০:১৬আপডেট : ২৫ মে ২০২২, ২০:১৬

সংবাদ প্রকাশের কারণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক বাহাউদ্দিন আল ইমরানকে সাতক্ষীরায় ডেকে ব্যাখ্যা চাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (২৫ মে) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একজন সাংবাদিক তার গোপন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ লেখেন৷ সেই সূত্র গোপন রাখাই সাংবাদিকতার প্রতিষ্ঠিত নীতি। সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিবাদলিপি পাঠাতে পারেন৷ কিন্তু একজন সাংবাদিককে তার সংবাদের বিষয়ে তদন্ত কমিটির সামনে ডাকার কোনও অধিকার কারও নেই৷ এভাবে সাংবাদিককে ডেকে ব্যাখ্যা চাওয়া আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সাংবাদিকতা নীতির পরিপন্থী। একইসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ ধারার ২ উপধারার ‘খ’ অনুচ্ছেদের পরিপন্থী।

সাংবাদিক বাহাউদ্দিন ইমরান

বিবৃতিতে নেতারা আরও বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সাংবাদিক ইমরানকে গণশুনানিতে ডাকা পরোক্ষভাবে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক হুমকির শামিল ও নগ্ন হস্তক্ষেপ।

বিবৃতিতে ডিউিইজে নেতারা বলেন, ডিইউজের সদস্য সাংবাদিক বাহাউদ্দিন আল ইমরানকে হয়রানির চেষ্টা করা হলে সাংবাদিক সমাজ নীরব থাকবে না। সংবিধানের বিধান অনুযায়ী, সংবাদক্ষেত্রের স্বাধীনতা রক্ষায় কোনও আপোস করা হবে না।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ‘অবাধ্য হলে এখনও ক্রসফায়ারের হুমকি দেন নাজিম উদ্দিন’ শিরোনামে একটি সংবাদ বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়। সেই সংবাদের জেরে আগামী ৩০ মে বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে গণশুনানির আয়োজন করা হয়েছে।৷ সেই শুনানিতে সাংবাদিক বাহাউদ্দিন ইমরানকেও ডাকা হয়েছে।

আরও পড়ুন:

অবাধ্য হলে এখনও ক্রসফায়ারের হুমকি দেন নাজিম উদ্দিন

খবরের প্রমাণ চেয়ে সাংবাদিককে জেলা প্রশাসনের তলব ‘স্পষ্ট হয়রানিমূলক’

 প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় আরডিসি নাজিম সাময়িক বরখাস্ত 


কক্সবাজারে অপকর্মে হাত পাকিয়ে এখন কুড়িগ্রামে সেই আরডিসি নাজিম 


ম্যাজিস্ট্রেট হওয়ার পর দিনবদল শুরু, ৬ বছরেই অঢেল সম্পদ নাজিমের!


প্রত্যাহারের পরও এক মৎস্যজীবীকে ক্রসফায়ারের ভয় দেখালেন আরডিসি নাজিম (ভিডিও)

সেই আরডিসি নাজিমের সম্পদের হিসাব চেয়ে দুদকের চিঠি


কুড়িগ্রামের আরডিসি নাজিম উদ্দিনের সেই ভিডিও ফের ভাইরাল


কুড়িগ্রামে মধ্যরাতের মোবাইল কোর্ট: রায় ও সাক্ষ্যতে নাটকীয়তা

 

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?