X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শ্রেণিকক্ষে পাঠদান বন্ধের গুজব ছড়ানো হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২২, ১৫:৪৬আপডেট : ২৮ মে ২০২২, ১৫:৪৬

মাংকিপক্স ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকার গুজব ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এর কোনও সত্যতা নেই। যারা করেছে তাদের শিক্ষাদীক্ষা নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বাক্ষর নকল করে বানানো একটি কথিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ গুজব ছড়ানো হচ্ছে। তাতে বলা হচ্ছে, মাংকিপক্সের কারণে আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

বিষয়টি নজরে আনা হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করা হয়, এ ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার। আর এই বিজ্ঞপ্তিটিও ভুয়া।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো আবু বকর ছিদ্দীক এর দৃষ্টিতে আনা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আরও বেশকিছুদিন আগে নজরে এসেছে। এর কোনও সত্যতা নেই। যারা করেছে তাদের শিক্ষা-দীক্ষা নেই। এটা ফেক, কোনও লিংক নাই, কিছু না।’

তবে এ ধরনের গুজব প্রতিরোধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘আমরা পুলিশকে অবহিতও করেছি। এটা বিশ্বাস করার কিছু নাই।’

এর আগে মাংকিপক্সের গত সোমবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মাংকিপক্স আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। একজন চিকিৎসকের বরাত দিয়ে মুহূর্তের মধ্যে ওই বার্তা ভাইরাল হয়। পরে এটাকে গুজব বলে নিশ্চিত করেন বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা