X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর জুরাইনে চিপস কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ০২:১৯আপডেট : ০৯ জুন ২০২২, ০২:১৯

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পূর্ব জুরাইনে চিপসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

বুধবার (৮ জুন) রাত সাড়ে এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমণি শর্মা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আবাসিক এলাকায় এই চিপসের কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। ফায়ার সার্ভিস আবাসিক এলাকায় কোনো কারখানার অনুমোদন দেয় না। এই কারখানায় নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া প্লাস্টিকস ফয়েলপেপারের আগুন লাগলে আগুন নিমিষেই ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি বিষয়টি তদন্ত সাপেক্ষে জানানো সম্ভব হবে। এছাড়া কারখানার মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।

তিনি বলেন, বুধবার রাত ১১টা ২০ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার সংবাদ পাওয়ার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পূর্ব জুরাইনে চিপসের কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করে।

ডিআর ফুড নামে প্রতিষ্ঠানের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে ধোঁয়ার কারণে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কেও কিছু জানা যায়নি। পরে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা