X
বুধবার, ১৭ আগস্ট ২০২২
২ ভাদ্র ১৪২৯

দিনেদুপুরে নামলো ‘সন্ধ্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২২, ১৬:১৪আপডেট : ১৭ জুন ২০২২, ১৬:৪৩

আষাঢ়ের তৃতীয় দিনে স্বরূপ ধারণ করেছে বরষা। শুক্রবার (১৭ জুন) সকাল থেকেই থেমে থেমে ঝরছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। দুপুর গড়িয়ে বিকাল পড়তেই রাজধানীতে হঠাৎ নেমে আসে অন্ধকার। সড়কে গাড়িগুলোতে জ্বলে ওঠে হেডলাইট। আশপাশের দোকান, শপিংমলে ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও জ্বালাতে হয় বাতি। সবমিলিয়ে দিনেদুপুরেই রাজধানীতে নেমে আসে সন্ধ্যার পরিবেশ। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী তিন দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ছবি: সাজ্জাদ হোসেন

এদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে বৃষ্টির কারণে রাজধানীর ব্যস্ত সড়কগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে। সড়কে রিকশা তেমন একটা নেই বললেই চলে। কিছু ব্যক্তিগত গাড়ি ও বাস চলাচল করছে। সিলেটের ভয়াবহ বন্যার খবর এবং দিনব্যাপী আষাঢ়ের বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। 

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, আগামী দুই থেকে তিন দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সবচে বেশি বৃষ্টি হতে পারে সিলেটে। এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে। এছাড়া ভারী বৃষ্টির সতর্কতা এবং নদী বন্দরে আমরা ১ নম্বর সতর্ক সংকেত দিয়েছি।

ছবি: শিলু হোসেন

আবহাওয়া অধিদফর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ছবি: লুৎফর কবির

/এসএনএস/ইউআই/ইউএস/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ইউক্রেন সফরে আসছেন এরদোয়ান ও গুতেরেস
ইউক্রেন সফরে আসছেন এরদোয়ান ও গুতেরেস
গ্রিস-তুরস্ক সীমান্তের নির্জন দ্বীপে ৩৮ অভিবাসী উদ্ধার
গ্রিস-তুরস্ক সীমান্তের নির্জন দ্বীপে ৩৮ অভিবাসী উদ্ধার
কেজিতে ৪০ টাকা কমলো কাঁচা মরিচের দাম 
কেজিতে ৪০ টাকা কমলো কাঁচা মরিচের দাম 
ভিয়েনায় জাতীয় শোক দিবস পালিত
ভিয়েনায় জাতীয় শোক দিবস পালিত
এ বিভাগের সর্বশেষ
উত্তরার দুর্ঘটনার কারণ জানালেন সড়ক সচিব
উত্তরার দুর্ঘটনার কারণ জানালেন সড়ক সচিব
ওমান যাওয়া হলো না স্বপনের, সম্বল হারালেন শরীফের মা-বাবা
বরিশাল হোটেলে আগুনওমান যাওয়া হলো না স্বপনের, সম্বল হারালেন শরীফের মা-বাবা
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বেঁচে যাওয়া নবদম্পতি
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বেঁচে যাওয়া নবদম্পতি
গার্ডার পড়ে নিহত রুবেলকে স্বামী দাবি করেছেন চার নারী
গার্ডার পড়ে নিহত রুবেলকে স্বামী দাবি করেছেন চার নারী
ডিএনএ নমুনা রেখে চকবাজারে নিহত ছয় শ্রমিকের লাশ হস্তান্তর
ডিএনএ নমুনা রেখে চকবাজারে নিহত ছয় শ্রমিকের লাশ হস্তান্তর