X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিচারহীনতার ধারাবাহিকতাই লাঞ্ছনা ও হত্যাকাণ্ডে সাহস জুগিয়েছে: সমাবেশে শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১২:৪৪আপডেট : ০১ জুলাই ২০২২, ১২:৪৪

সারাদেশে শিক্ষক নির্যাতন এবং সাভারের আশুলিয়ায় শিক্ষার্থী কর্তৃক পিটিয়ে শিক্ষক হত্যার প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমাজ। তারা বলেছেন, শিক্ষক লাঞ্ছনার বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতাই এই হত্যাকাণ্ডে সাহস জুগিয়েছে। বিভিন্ন জেলায় শিক্ষক নির্যাতনের ঘটনা পর্যালোচনা করে দেখতে পাওয়া যায়— এসব ঘটনার সাথে কোনও না কোনোভাবে ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সদস্যরা জড়িত।

শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ আয়োজিত শিক্ষক সমাবেশ থেকে এই প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল বলেন, 'শিক্ষার্থী কর্তৃক শিক্ষককে মারার সাহস আসে কিভাবে সেই দিকে আমাদের নজর দিতে হবে। শিক্ষার্থীর হাতে শিক্ষকের মৃত্যু এই প্রথম প্রত্যক্ষ করলাম। শিক্ষক সমাজ আজ আতংকিত, ভীত-সন্ত্রস্ত, হতবাক। আমরা মনে করি— সারাদেশে শিক্ষক লাঞ্ছনার বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতাই এই হত্যাকাণ্ডের সাহস জুগিয়েছে।'

সহসভাপতি মো. শফি উদ্দিন বলেন,  'আমরা বিভিন্ন জেলায় ঘটে যাওয়া শিক্ষক নির্যাতন পর্যালোচনা করে দেখতে পাই— এ ঘটনার সাথে কোনও না কোনোভাবে ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সদস্যরা জড়িত। কমিটির এই নির্যাতন থেকে শিক্ষা প্রশাসন বিদ্যমান আইন দ্বারা আমাদের সুরক্ষা দিতে পারছে না। তাই আমরা শিক্ষক সুরক্ষা আইন চাই।'

প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস বলেন, আমাদের সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিৎ। আমাদেরকে আরও সহনশীল আচরণ করতে হবে। নড়াইলে যে ঘটনা ঘটেছে তার আমরা কি ব্যাখ্যা দিব, সেখানে অধ্যক্ষ্যের কি দোষ ছিল। বিনা অপরাধে বা অন্যের অপরাধের কারণে আবেগতাড়িত হয়ে কাউকে শাস্তি দিতে পারি না।

সমাবেশ থেকে অন্যান্য নেতারা নড়াইলসহ সারাদেশে শিক্ষক নির্যাতন বন্ধ করার জোর দাবি জানান।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক