X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বুয়েটে ভর্তির সুযোগ পেয়ে আবরারের ছোট ভাইয়ের আবেগঘন বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১৭:২০আপডেট : ০১ জুলাই ২০২২, ১৮:১১

ছাত্রলীগের মারধরে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ একই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে ভর্তির বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তার পরিবার। ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে কেন দেরি হচ্ছে, সে বিষয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি। 

শুক্রবার (১ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে আবরার ফাইয়াজ তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, বুয়েটে ভর্তির সুযোগ পেয়ে অনেক খুশি হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বাড়ির কারোর মুখে তার ছিটেফোঁটাও দেখতে পাইনি। গতকাল (৩০ জুন) যে সময় আমাদের রেজাল্ট দিয়েছে, ২০১৭ সালে ঠিক এই একই সময়ে ভাইয়ার (আবরার ফাহাদ) রেজাল্ট দিয়েছিল। তখন আমাদের পরিবারের চার জন একই ঘরে বসে ছিলাম, সঙ্গে চাচাও ছিলেন। ভাইয়ার এক বন্ধু ফোনে রেজাল্ট জানিয়েছিলেন। সেদিনের মতো খুশি ভাইয়াকে আর কখনও দেখিনি। সেদিন আমরাও অনেক খুশি হয়েছিলাম। সত্যি বলতে, সেদিনের আনন্দের ১০ ভাগও গতকাল নিজের রেজাল্ট দেখে পাইনি। '

এখন পর্যন্ত পরিবারের কেউ বুয়েটে ভর্তি হওয়ার বিষয়ে তাগিদ দেয়নি উল্লেখ করে আবরার ফাইয়াজ লিখেন, ‘আসলে কারোর সেটা বলার মতো সাহস নেই। ভাইয়ার রেজাল্ট শুনে আমার যে দাদা পুরো এলাকায় বলে বেড়িয়েছিলেন, এখন তিনিই কিনা আমাকে বারবার বলছেন, ‘তুই আর বুয়েটে যাস না। দরকার হলে রাজশাহী বা খুলনা ভার্সিটিতে পড়।’

আবরার ফাইয়াজ এরইমধ্যে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) সিএসই-তে ভর্তি হয়েছেন। সেখানে তিনি ৪১তম হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কোথায় উচ্চশিক্ষা নেবেন, তা এখন নির্ধারণ করেননি তিনি।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

গত বছরের ৮ ডিসেম্বর এই মামলায় রায় দেন বিচারিক আদালত। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন। 

ভাইয়ের সঙ্গে নানান স্মৃতি মনে করে আবরার ফাইয়াজ লেখেন, ‘আমাদের দুই ভাইয়ের বয়স আর ক্লাস গ্যাপ চার বছরের। তাই ভাইয়াকে তার ভর্তির দিনই বলছিলাম, তাহলে ব্যাপারটা এমন যে তুই বের হবি আর আমাদের ব্যাচ ঢুকবে। ভাইয়া একবার আম্মুকে বলেছিল, এখানে দেখি যার বড় ভাইও পড়ে ছোট ভাইরাও বুয়েটেই আসে। তোমার ছেলে এখন কী করবে?’

আবরার ফাহাদ তার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত ছিলেন উল্লেখ করে ফাইয়াজ বলেন, ‘ভাইয়া মারা যাওয়ার পরে ভাইয়ার এক স্টুডেন্ট আর তার মা বাসায় এসে বলে, তোমার ভাই কিন্তু তোমাকে নিয়ে অনেক চিন্তা করতো। সবসময় বলতো তোমার কথা, তুমি কোথায় পড়বা; এসব কথা সবসময় বলতো।’

নিজের সিদ্ধান্তহীনতার কথা পুনর্ব্যক্ত করে লিখেন, ‘কী করবো জানি না এখনও। এতদিন তো শুধু ভাইয়ার দেখানো পথেই এগিয়েছি। বলা যায়, ভাইয়ার দেখানো পথ এই পর্যন্তই ছিল। এরপরের দিনগুলো কেমন হবে সেটা আর আমাকে দেখিয়ে যাওয়ার সুযোগ ভাইয়া পায়নি। ভাইয়াকে এখন যতটা মিস করি, ততটা আগে কখনও করিনি।'

ভর্তির সুযোগ পাওয়ায় যারা অভিনন্দন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফাইয়াজ লিখেছেন, ‘‌‌আপনারা সবাই আমাদের অভিনন্দন জানাচ্ছেন। এত ভালোবাসার যোগ্য আমরা কিনা জানি না। আসলে আমার শিক্ষক, বন্ধু কিংবা তেমন চিনি না; এমন অনেকেও আমাদের যেভাবে গত কয়েক বছর সাপোর্ট দিচ্ছেন, এটা আমাদের কাছে কতটা মূল্যবান তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সকলের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনও শেষ নেই।’

/এআরআর/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৩ জুলাই
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়