X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আড়াই ঘণ্টাতেই শেষ ৮২ ভাগ টিকিট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জুলাই ২০২২, ১১:৩৭আপডেট : ০৩ জুলাই ২০২২, ১১:৩৭

ঈদুল আজহা উপলক্ষে কমলাপুরে তৃতীয় দিনের মতো রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। প্রথম ও দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিন রবিবারও (৩ জুলাই) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট কিনতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে হাজারো টিকিট প্রত্যাশীদের ভিড়।

আজ বিক্রি হচ্ছে ৭ জুলাইয়ের টিকিট। বিকাল সাড়ে ৬টা পর্যন্ত টিকিট বিক্রির কথা থাকলেও শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যেই শেষ ৮২ ভাগ টিকিট। এখনও যারা লাইনে আছেন তাদের বেশিরভাগই টিকিট পাবেন না। 

বাংলাদেশ রেলওয়ের টিকিটিং পার্টনার সহজ সিনেসিস ভিনসেন জেভির পাবলিক রিলেশন ম্যানেজার ফরহাদ আহম্মেদ জানান, অনলাইনের ১৪ হাজার ৮৬টি টিকিটের মধ্যে ১৩ হাজার বিক্রি ইতোমধ্যে শেষ ও অফলাইনের ১৪ হাজার ৬০০ টিকিটের ১০ হাজারই বিক্রি শেষ হয়েছে।

বেশির ভাগ টিকিট বিক্রি শেষ হলেও কমলাপুর স্টেশন ও শহরতলী প্লাটফর্মে রয়েছে টিকিট প্রত্যাশীদের ভিড়। যারা প্রথম দুইদিন লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি, তারাও আজ দাঁড়িয়েছেন লাইনে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশীদের লাইন (ছবি: নাসিরুল ইসলাম)

সাইফুল আমিন নামের এক টিকিট প্রত্যাশী বলেন, আমি ভোর থেকে এখানে অবস্থান করছি টিকিটের জন্য। টিকিট না পেলে এ লাইনেই থাকতে হবে আগামীকালের টিকিটের জন্য।’ 

টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কপথের যানজট এড়াতে ও তুলনা নিরাপদের ভ্রমণের জন্যই তারা ট্রেনের টিকিট পেতে আগ্রহী অধিকাংশ প্রত্যাশী। যাত্রাপথের ভোগান্তি এড়াতে এজন্য আগেই ট্রেনের টিকিট সংগ্রহ করতে এসেছেন তারা।

শুক্রবার (১ জুলাই) থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ জুলাই দেওয়া হয় রেলের ৫ জুলাই এর ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হয় ৬ জুলাইয়ের টিকিট এবং আজ ৩ জুলাই দেওয়া হচ্ছে ৭ জুলাইয়ের ট্রেনের টিকিট।

আগামীকাল ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট। এ ছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওই দিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাইয়ের ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। এর মধ্যে ১০ জুলাই ঈদ হলে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশীদের লাইন (ছবি: নাসিরুল ইসলাম)

ঢাকায় ছয়টি স্টেশন এবং গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে থেকে ঈদের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট। কমলাপুর শহরতলী প্লাটফরম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে। ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে। তেজগাঁও রেলওয়ে স্টেশনে পাওয়া যাবে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট। 

এ ছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পাওয়া যাবে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া যাবে। রাজধানীর ফুলবাড়িয়া রেলস্টেশন থেকে পাওয়া যাবে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের ঈদ স্পেশাল ট্রেন ছাড়বে।

/আরএইচ/ইউএস/
সম্পর্কিত
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা