X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বিজিবি সদস্যরা মহৎ কাজে অবদান রাখবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৪:২১আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৪:২১

শুধু বৃক্ষরোপণ ও মৎস্য চাষই নয়, দেশের সব মহৎ কাজে বিজিবির প্রতিটি সদস্য অবদান রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। বৃহস্পতিবার (৭ জুলাই) বিজিবির বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০২২-এর উদ্ধোধন শেষে তিনি এ কথা বলেন।

‘বঙ্গবন্ধুর পথে হাঁটি, বৃক্ষ ছায়ায় বাংলার মাটি’ এবং ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বিজিবির ‘বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০২২’ উদ্ধোধন করেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে তিনি বিজিবি সদর দফতর, পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পাশে মাঠে একটি বট গাছের চারা রোপণ করেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘বৃক্ষ আমাদের ছায়া দেয়, পাখিদের আশ্রয় দেয়, মাটি ধরে রাখে, প্রাকৃতিক সৌন্দর্যবর্ধন করে এবং প্রকৃতিতে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের ভারসাম্য বজায় রাখে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা, সুস্থ জীবন ও কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জীবনযাত্রার মানোন্নয়ন, বায়ু ও অন্যান্য পরিবেশ দূষণরোধ এবং জলবায়ুর বিরূপ প্রভাবজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ জীববৈচিত্র্যের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করা প্রয়োজন।’

প্রধানমন্ত্রীর নির্দেশ– ‘দেশের ১ ইঞ্চি জায়গাও যেন পতিত না থাকে’। সেই নির্দেশ প্রতিপালনের ওপর গুরুত্ব দিয়ে বিজিবি মহাপরিচালক বিজিবির সদর দফতরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপির প্রতিটি খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ঔষধি ও অন্যান্য গাছের চারা রোপণ করার প্রত্যয় ব্যক্ত করে এ কর্মসূচি সফল করার জন্য বিজিবির সব সদস্যের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২-এর আওতায় বিজিবি দফতরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপি পর্যায় সর্বমোট এক লাখ বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে।

এরপর বিজিবি মহাপরিচালক পিলখানার সীমান্ত সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, ‘মাছ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে। বাংলাদেশ নদ-নদী খাল-বিল ও পুকুর-জলাশয়ের দেশ। এসব পুকুর-জলাশয় ফেলে না রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাছ চাষ করলে তা জাতীয় পুষ্টির চাহিদা পূরণ করেও বিদেশে রফতনি করা সম্ভব।’ তাই সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপির পুকুর-জলাশয় সংস্কার করে বিজিবি সদস্যদের মাছ চাষে আহ্বান জানান তিনি।

 

 

/আরটি/আরকে/
সম্পর্কিত
বিজিপি’র ১৭৭ সদস্যকে সমুদ্রপথে পাঠানো হবে
বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা
সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে জোর দিতে সম্মত বিজিবি-বিএসএফ
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা