X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কাজের ফাঁকে ছিনতাই করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৬:৩৬আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৭:৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৩১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। বুধবার (৬ জুলাই) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

গ্রেফতারকৃতরা হলেন–মো. বোরহান (২৪), মো. ইমরান হোসেন (২৫), তুহিন (২২), মো. জাহিদুল ইসলাম মাহমুদ (২০), মো. শিপন হুসাইন (২৩), মো. আশিকুর রহমান আশিক (২১), মো. শাহ জালাল (২৬), মো. মিরাজ (২১), নুর নবী (২২), মো. আশিক (২০), মো. মেহেদী হাসান হৃদয় (২০), মো. শাকিল (২০), মো. আকবর আলী (২৪), মো. রাসেল খাঁ (২৪), মো. রাসেল ব্যাপারী (২৮), মো. সুজন তালুকদার (২২), মো. বাবুল (২৪), টুকু মিয়া (২২), আব্দুল্লাহ (২২), মো. ফয়সাল (২৩), জহরুল মিয়া (২০), মো. পারভেজ (২৭), মো. আসিফ (২২), মো. নিশান উদ্দিন (৩০), মো. জুয়েল (৩৫), মো. বিজয় হোসেন (১৯), আবুল কাশেম (৪০), মো. শফিক উদ্দিন (২৫), মো. রানা (৩০), মো. মাহবুব (২৬), মো. শাকিল শেখ (২৫)। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত আটটি বিষাক্ত মলম, একটি কুড়ালসদৃশ দেশীয় অস্ত্র, দুটি লোহার রড, ১১টি ছুরি, তিনটি লোহা কাটার হ্যাকসো ব্লেড, ১০টি চাকু, চারটি গামছা, ছিনতাইকৃত ১৮টি মোবাইল ফোন এবং নগদ দুই হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা

কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘ছিনতাইকারীদের কেউ বাসের হেলপার, কেউ বা লেগুনার, কেউ আবার ওয়ার্কশপের শ্রমিক, কেউ কাঁচামাল-মাছের আড়তে কাজ করতো। কাজের ফাঁকে ফাঁকে ছিনতাই করতো তারা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় এই ছিনতাইকারীরা তৎপর ছিল। সুযোগ মতো কেড়ে নিতো টাকা-পয়সা কিংবা স্বর্ণালংকার।

তিনি বলেন, ‘তারা কয়েকটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। রাজধানীর বিভিন্ন অলিগলিতে ওত পেতে থাকতো। সুযোগ পাওয়া মাত্রই তারা পথচারী, বাসযাত্রী, মোটরসাইকেল আরোহী, যানজটে থাকা সিএনজি, অটোরিকশা যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সব লুটে নিতো। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠতো। তাদের ছিনতাই কাজে বাধা দিলে পথচারীদের ছুরিকাঘাত করতে দ্বিধাবোধ করতো না।’

সংবাদ সম্মেলনে র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন কর্নেল আব্দুল্লাহ আল মোমেন

সংবাদ সম্মেলনে জানানো হয়, গুলশান এলাকার ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. বোরহান। তার সহযোগী তিন জন। বনানী এলাকার ছিনতাইকারী চক্রের মূল হোতা শিপন হুসাইন ও নূর নবী। তাদের সহযোগী পাঁচ জন। ভাটারা এলাকার একটি ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. শাকিল। তার সহযোগী তিন জন এবং অন্য একটি ছিনতাইকারী চক্রের মূল হোতা সুজন তালুকদার। তার সহযোগী দুই জন। বাড্ডা এলাকার ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. আব্দুল্লাহ। তার সহযোগী দুই জন। টঙ্গী এলাকার একটি ছিনতাইকারী চক্রের মূল হোতা আব্দুল্লাহ। তার সহযোগী তিন জন এবং অন্য একটি ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. পারভেজ। তার সহযোগী দুই জন। তুরাগ এলাকার ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. রানা। তার সহযোগী দুই জন। তাদের নির্দেশে ছিনতাই চক্রের প্রতিটি সদস্য ওইসব এলাকায় ছিনতাই করতো।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ছিনতাই চক্রের সবাই স্বল্প শিক্ষিত ও অশিক্ষিত। তারা প্রত্যেকে মাদকাসক্ত। এরা দীর্ঘদিন ধরে ডান্ডি, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

 

/আরটি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
কাওরান বাজারে ৭১ টিভির গাড়িতে ছিনতাইকারীদের হামলা
লালবাগে চাকুর ভয় দেখিয়ে ছিনতাইকালে গ্রেফতার ৪
সর্বশেষ খবর
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট