X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মোটরবাইকে বাড়ি ফিরতে উদগ্রীব তারা

সাদ্দিফ অভি
০৭ জুলাই ২০২২, ২০:৩৮আপডেট : ০৭ জুলাই ২০২২, ২০:৩৮

‘মোটরসাইকেল বন্ধ করলে কী হবে? যে যেভাবে পারে যাবেই। মোটরসাইকেল যাদের আছে তাদের কি ঈদ নেই, পরিবার নেই?’—বলছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ ফারাবি। তিনি আরও বলেন, মহাসড়কে মোটরসাইকেল চালাতে দেবে না সরকার। তাহলে কি বাস মালিকদের সুবিধা করে দেওয়া হচ্ছে না?

ঈদযাত্রায় সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শুধু তাই নয়, এক জেলা থেকে অন্য জেলায়ও মোটরসাইকেল চলতে পারবে না—এমন আদেশ দিয়েছে সড়ক বিভাগ।  পাশাপাশি পদ্মা সেতু দিয়ে এবং নৌ পথেও মোটরসাইকেলের গমনাগমন নিষিদ্ধ করা হয়েছে। ঈদের আগে ও পরে মোট ১১ দিন এই সিদ্ধান্ত বলবত থাকবে।

মহাসড়কে চলতে হলে ‘যৌক্তিক’ কারণ দেখিয়ে পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাস সংগ্রহ করে মোটরসাইকেলে যাওয়া যাবে। তবে রাইড শেয়ারিং করা যাবে না। এই সিদ্ধান্তে মোটরসাইকেল চালকদের মধ্যে দেখা গেছে নানারকম উদ্বেগ। তবে মোটরসাইকেলেই নাড়ির টানে বাড়ি ফিরতে উদগ্রীব তারা। কারণ হিসেবে মোটরসাইকেল চালকরা বলছে- বাসের অনিয়ন্ত্রিত ভাড়া এবং মহাসড়কের যানজট।

ঈদের সময় মহাসড়কে যানজটে সময় বাঁচাতে এবং টিকিট পাওয়া না পাওয়ার বিড়ম্বনা এড়াতে দূরের পথেও মোটরসাইকেল যাত্রাতেই উত্তম বোধ করেন তারা। এই সুযোগে এক জেলা থেকে অন্য জেলায়, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও চলে মোটরসাইকেল। এতে বিশৃঙ্খলাও দেখা দেয় সড়কে, দুর্ঘটনা তো রয়েছেই। বিগত ঈদে দেখা গেছে, ফেরিতে মোটরসাইকেলের চাপ অত্যধিক। অধিকাংশ মানুষ মোটরসাইকেলে বাড়ি ফেরায় চাপ কমই ছিল বাসের কাউন্টারে।

বাড়ি কিভাবে যাবেন জানতে চাইলে মেহেদী হাসান নামে এক রাইড শেয়ারিং চালকের, বাড়ি না গিয়ে কী উপায় আছে? রাস্তায় পুলিশই তো আটকাবে তাই না? শহরের ভিতরেও তো সিগন্যালে আটকায় , সেখানে যেভাবে ছাড়া পাওয়া যায় সেভাবেই যাওয়া হবে।

আলম নামক এক যাত্রী জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গে যেতে আসলে মোটরসাইকেলের বিকল্প নেই। কারণ মহাসড়কে প্রচুর গাড়ির চাপ থাকে। আর মোটরসাইকেলে চড়ে ফাঁকফোকর দিয়ে এগিয়ে যাওয়া যায়। অনেক সময় কম লাগে তাতে। ধরেন, বাসে গেলে টাঙ্গাইল যেতেই ৭-৮ ঘণ্টা লেগে যায়, সেখানে অনেক কম সময়ে মোটরসাইকেলে যাওয়া যায়।

বরিশালগামী এক মোটরসাইকেল চালক জানান, লঞ্চে যদি গাড়ি উঠাতে না দেয়, ফেরি পার করে যাবো। তবে যাবোই। লাখ লাখ মোটরসাইকেল কিভাবে আটকাবে। পদ্মা সেতু হওয়ার সুফল হয়তো আমরা এখন পাচ্ছি না তবে ভবিষ্যতে এক সময় তো পাবই। তখন না হয় সেতু দিয়েই যাবো।

এদিকে রোড সেফটি ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, সরকার গণপরিবহন খাতের অব্যবস্থাপনা ও নৈরাজ্য বন্ধের কোনও কার্যকর উদ্যোগ নিচ্ছে না। বেসরকারি বাস মালিকদের অযৌক্তিক বিরোধিতার মুখে বিআরটিসি বাসের সেবা উন্নত ও বিস্তৃত করছে না। এই বাস্তবতায় মানুষের সামনে মোটরসাইকেল এক ধরনের গণপরিবহন হয়ে উঠেছে। যদিও মোটরসাইকেল কখনও গণপরিবহন কিংবা গণপরিবহনের বিকল্প হতে পারে না। হওয়া উচিত নয়। কিন্তু পরিস্থিতির কারণে এটা হয়েছে।

বিবৃতি আরও জানানো হয়, ঈদে বিপুল সংখ্যক ঘরমুখো মানুষের জন্য প্রয়োজনীয় সংখ্যক মানসম্মত গণপরিবহন দেশে নেই। তবুও মানুষ যে কোনওভাবে বাড়ি যেতে চাইবেন। মানুষের এই আবেগকে পুঁজি করে বহু অসাধু পরিবহন মালিক তাদের ভাঙাচোরা পরিবহন রাস্তায় নামান এবং অতিরিক্ত ভাড়া নিয়ে গাদাগাদি করে যাত্রী বহন করেন। এতে দুর্ঘটনা বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বিশেষ প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানোর সুযোগ রাখার কারণে অনৈতিক বাণিজ্যের ক্ষেত্র তৈরির আশঙ্কাও রয়েছে। আমরা ঈদযাত্রায় শুধু ড্রাইভিং লাইসেন্সধারী চালকদের নিরাপদ গতিসীমায় মহাসড়কে মোটরসাইকেল চালানোর সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানাই।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট