X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অধ্যক্ষ লাঞ্ছনা: স্পিকারের কাছে বিচার চাইবেন শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ১৮:৪৬আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৯:৫৮

রাজশাহীর গোদাগাড়ীতে এক কলেজ অধ্যক্ষকে স্থানীয় সংসদ সদস্যের  মারধর ও পরে চাপ দিয়ে অস্বীকার করানোর বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে বিচার দেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ওই ঘটনার তদন্ত রিপোর্ট পেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে বিচার দিতে চাই। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহীতে সংসদ সদস্য ওমর ফারুখ চৌধুরী স্থানীয় একটি কলেজের অধ্যক্ষকে প্রকাশ্যে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই কলেজ অধ্যক্ষ সংবাদ সম্মেলনে মারধরের কথা অস্বীকার করেন।

এ ঘটনায় শিক্ষামন্ত্রী বলেন, এটা যদি সত্য হয়, সেটা বেশ বিব্রতকর। যদি কোনও সংসদ সদস্য এ ধরনের কাজে যুক্ত থাকেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে আমরা মন্ত্রণালয় হিসেবে সরাসরি কোনও ব্যবস্থা নিতে পারি না। তবে স্পিকারের মাধ্যমে অভিযোগ উত্থাপন করে একটি সমাধান চাইতে পারি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনে সেই পথ অনুসরণ করবো।’

সম্প্রতি শিক্ষকদের ওপর নির্যাতন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অতি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর তদন্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থাও নেওয়া হয়েছে। যেখানে ফৌজদারি বিষয় সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকের একটা অনন্য মর্যাদা রয়েছে। আমরা সেই মর্যাদার জায়গাটায় শিক্ষকদের দেখতে চাই। কোথাও শিক্ষক নিগ্রহের শিকার হন তা চাই না।’

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
বাংলাদেশের উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে আগ্রহী এডিবি
কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেটের ‘কারিগর’ গ্রেফতার
স্বাধীনতার ইতিহাস বেশি বিকৃত হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি