X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ঢাকার কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২২, ১৯:০৩আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৯:০৭

রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর, ফার্মগেট, মহাখালী, বনানী, গুলশানসহ  কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনের তীব্র ভ্যাপসা গরমের পর কিছুটা হলেও স্বস্তি পেলো রাজধানীর মানুষ। এছাড়া দেশের বেশ কিছু এলাকায়ও বৃষ্টির খবর পাওয়া গেছে। বুধবার (১৯ জুলাই) থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে তাপমাত্রা কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।  

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকার বেশ কিছু এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।’ তিনি বলেন, ‘আগামীকাল থেলে বৃষ্টির পরিমাণ এবং এলাকা বাড়বে। এতে আগের তুলনায় তাপমাত্রা কমে আসতে পারে।’

মঙ্গলবার (২০ জুলাই) বিকাল থেকে আকাশ ছিল কিছুটা মেঘলা। সকাল থেকেই সূর্যের তাপ ছিল অনেক বেশি। ভ্যাপসা গরমে হাসফাস অবস্থা ছিল মানুষের। এ অবস্থায় সন্ধ্যা ৬টা নাগাদ রাজধানীর কিছু এলাকায় শুরু হয় বৃষ্টি।  এতে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হয়নি। টানা বৃষ্টি না হলে সাময়িক ঠান্ডা লাগলেও আবার তাপমাত্রা বেড়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং  উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, রংপুর এবং নীলফামারী জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়লেন মুসল্লিরা
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
বৃষ্টির জন্য নামাজ আদায়
সর্বশেষ খবর
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট