X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সৈয়দ রেজাউর রহমান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুলাই ২০২২, ০৭:২৭আপডেট : ২১ জুলাই ২০২২, ০৭:২৭

বিশিষ্ট আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের প্রথম সভায় বুধবার (২০ জুলাই) সর্বসম্মতিক্রমে সৈয়দ রেজাউর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। অ্যাডভোকেট ফারহানা রেজা  এ তথ্য নিশ্চিত করেন।

বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে সংস্থার সভাকক্ষে কাউন্সিলের প্রথম সভা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

বার কাউন্সিল আদেশ ১৯৭২ এর ৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী সৈয়দ রেজাউর রহমানকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও ১১(বি) অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য নির্বাচিত করা হয়।

সৈয়দ রেজাউর রহমান বাংলাদেশ বার কাউন্সিলে সারাদেশের আইনজীবীদের ভোটে এ পর্যন্ত মোট ১০ বার নির্বাচিত হন। এছাড়া একবার বার কাউন্সিলে অ্যাডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বার কাউন্সিলের ইতিহাসে আইনজীবীদের নেতৃত্বে দেওয়ার ক্ষেত্রে অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানই সর্বাধিক বার নির্বাচিত হয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান দেশের বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা বার এর সাবেক সভাপতি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। সৈয়দ রেজাউর রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি হিসেবে দায়িত্ব পালন করেছেন।   

গত ২৫ মে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল। এ প্যানেলের নেতৃত্ব দেন সৈয়দ রেজাউর রহমান।

এর আগে ২০১৮ সালের ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।  খবর: বাসস

 

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
‘স্মার্ট বার কাউন্সিল গড়তে আইনজীবীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে’
আইনজীবী পরীক্ষায় পরীক্ষককে ৫ লাখ টাকা অফার: ৫ পরীক্ষার্থী নিষিদ্ধ
১০ পদে আওয়ামী লীগ, ৪ পদে বিএনপি জয়ীসুপ্রিম কোর্ট বারের সভাপতি খোকন, সম্পাদক মঞ্জুরুল
সর্বশেষ খবর
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫