X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে প্রতিবেদনের তদন্তে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৯:৩৪আপডেট : ২৫ জুলাই ২০২২, ২০:০৪

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের কাজে অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তে করবে সংসদীয় কমিটি। সোমবার (২৫ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়।

স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন খানকে আহ্বায়ক করে তিন সদস্যের ওই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, শেখ তন্ময় ও সৈয়দা রুবিনা আক্তার।

থার্ড টার্মিনালের আলোকসজ্জায় নিম্নমানের বাতি এবং নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। ওই খবরে সংসদীয় স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য পুরো সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।

গত ২২ জুন সংসদীয় কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, ওই বৈঠকে কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘সিভিল এভিয়েশন সম্পর্কে সম্প্রতি অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। এমনকি সিভিল এভিয়েশনের যাবতীয় কন্ট্রাক্টিং বিষয় সংসদীয় কমিটির একজন প্রভাবশালী সদস্য নিয়ন্ত্রণ করে থাকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু কে বা কারা এর সঙ্গে জড়িত তা জানা যায়নি।’

সভাপতি বলেন, এ ধরনের কোনও বিষয়ের সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে ‘একটি জোরালো বার্তা প্রেসে পাঠানোর’ সুপারিশ করেন তিনি। ওই সুপারিশ কমিটিতে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়।

ওই বৈঠকে বিমান সচিব মোকাম্মেল হোসেন বলেন, যে খবর প্রকাশিত হয়েছে তার সত্যতা পাওয়া যায়নি।

কমিটির সদস্য তানভীর ইমাম বলেন, প্রকাশিত খবরটির বিষয়ে ‘ভালোভাবে অনুসন্ধান করা উচিৎ।

সোমবার স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা একটা কমিটি করে দিয়েছি। অনিয়ম হয়েছে কিনা সেটি তারা তদন্ত করবে।

২০১৯ সালের শেষে শুরু করা হয় ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের নির্মাণকাজ। কাজ শেষ হতে আগামী বছর লেগে গেলেও প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ২০২৩ সালে সেপ্টেম্বরে এই টার্মিনাল উদ্বোধন করা হবে।

এ কাজে অর্থায়ন করছে জাইকা। জাপানের সিমুজি ও কোরিয়ার স্যামসাং যৌথভাবে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এদিকে কমিটি পর্যটন এলাকাগুলোতে হোটেল-মোটেল এবং বহুতল ভবন নির্মানের প্লান পাস করার ক্ষেত্রে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান (এসটিপি) নির্মাণের বাধ্যবাধকতা আরোপের সুপারিশ করে।

উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী ফিরোজ রশীদ, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময় ও সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।

/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
নিষ্পত্তির অপেক্ষায় ৬১ হাজারের বেশি আবেদনএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট খাতে বছরে ঘাটতি ৫৬০ কোটি টাকা
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া