X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গণপরিবহনে অনিয়ম: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২২, ১৯:১১আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৯:১১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরী ও দূরপাল্লার গণপরিবহনের বর্ধিত ভাড়া কার্যকরের পর ৭ আগস্ট থেকে রাজধানীতে অভিযান চালাচ্ছে বিআরটিএ কর্তৃক। অভিযানের তৃতীয় দিন মঙ্গলবার (৯ আগস্ট) ঢাকা ও চট্টগ্রামে ১২টি ভ্রাম্যমাণ আদালতে ২৪ মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) (উপসচিব) মো. হেমায়েত উদ্দিন জানান, ঢাকা শহরে ১০টি আদালতে ১৭টি মামলায় ৫৬ হাজার টাকা এবং চট্টগ্রামে ২টি আদালতে ৭টি মামলায় ১৪ হাজার জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন ও রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন, হাইড্রোলিক হর্নের ব্যবহারসহ অন্যান্য অপরাধের দায়ে ঢাকা ও চট্টগ্রামে ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ২ লাখ ৫৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।’

প্রসঙ্গত, পরিবহন খাতের অংশীজনদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ৬ আগস্ট রাত সাড়ে ৯টায় বাস ভাড়া সমন্বয় করে পুনর্নির্ধারণের ঘোষণা দেয় বিআরটিএ। সে সময় জানানো হয়, প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ভাড়া ২২ দশমিক ২২ শতাংশ, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৬ দশমিক ২৭ শতাংশ এবং এই দুই মহানগরীর আশপাশের এলাকায় (ডিটিসিএ) ১৭ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

সেই হিসাবে দূরপাল্লার বাসের ভাড়া আগে ছিল প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা, যা বাড়িয়ে এখন ২ টাকা ২০ পয়সা ককরা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আগে প্রতি কিলোমিটারে বড় বাসের ভাড়া ছিল ২ টাকা ১৫ পয়সা, এখন তা ২ টাকা ৫০ পয়সা। মিনি বাসের আগে ছিল ২ টাকা ৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের বড় বাসে সর্বনিম্ন ভাড়া আগেরটাই ১০ টাকা এবং মিনি বাসে ৮ টাকা নির্ধারণ করা হয়।

বিআরটিএ চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘নির্ধারিত এই ভাড়ার তালিকা বাসের মধ্যে টানিয়ে রাখতে হবে। কেউ বেশি ভাড়া আদায় করলে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’

 

/এমআরএস/ এপিএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে, ফিরতি যাত্রাও নিরাপদ করতে চাই: বিআরটিএ চেয়ারম্যান
বিআরটিএর অভিযানে বাড়তি ভাড়া ফেরত পেলেন যাত্রীরা
ঈদে আনফিট গাড়ি মহাসড়কে নামার সুযোগ নেই: বিআরটিএ চেয়ারম্যান
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ