X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ২০:১০আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২০:১০

পৃথক সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের মাওয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। রবিবার (১৪ আগস্ট) বিকালে দুর্ঘটনা দুটি ঘটে। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নিহতরা হলেন– মো. জিয়াউর রহমান (৪৫) ও মো. আরাফাত হোসেন (১৪)। আরাফাত যাত্রাবাড়ী দয়াগঞ্জ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট দুটি থানায় এ বিষয়ে জানানো হয়েছে।’

আরাফাতের বাবা আনোয়ার হোসেন বলেন, ‘রবিবার মুন্সিগঞ্জের মাওয়া ব্রিজের উত্তর পাশের ঢালে হাইওয়ে রাস্তায় শরীয়তপুর থেকে ঢাকাগামী অজ্ঞাত দুটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় আরাফাত। উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’

জিয়াউরের ছেলে মো. ইয়াসিন বলেন, রবিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর ললাটি নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে বাবাসহ কয়েক জন আহত হন। গুরুতর অবস্থায় বাবাকে উদ্ধার করে প্রথমে মদনপুর বারাক্কা হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর তাকে মৃত ঘোষণা করেন।

 

 

/এআরআর/এআইবি/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা