X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডিম-মুরগির সিন্ডিকেট ভাঙার দাবি প্রান্তিক খামারিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২২, ১৬:০৭আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৬:০৭

ডিম-মুরগির দাম নির্ধারণে সিন্ডিকেট ভাঙ্গার অনুরোধ জানিয়েছেন প্রান্তিক খামারিরা। তারা বলেন, বৃহৎ ১০-১২টি কোম্পানি মুরগির বাচ্চা বিক্রি, ডিম উৎপাদন ও পোল্ট্রি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম নির্ধারণ করছে। তারা বাজারে অস্থিরতা তৈরি করে গত ১৫ দিনে ৭০০ কোটি টাকা অতিরিক্ত মুনাফার নামে দুর্নীতি করেছে।

শনিবার (২০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রান্তিক পর্যায়ের খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে এ দাবি করেছে।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সভাপতি সুমন হাওলাদার বলেন, পোল্ট্রি মার্কেটে কোম্পানির নিয়ন্ত্রণে ৫০ শতাংশ আর বাকি ৫০ শতাংশ তারা নিজেরা যে রেট নির্ধারণ করে সারাদেশের খামারিদেরই সেই রেটে চলতে হয়।

বাজারে ডিমের দাম আড়ৎদারেরা নির্ধারণ করে না বলে দাবি করে সভাপতি বলেন, মুরগির বাচ্চা বিক্রি, ডিম উৎপাদন ও পোল্ট্রি বিক্রয়ের ক্ষেত্রে সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম নির্ধারণ করছে নির্দিষ্ট ১০-১২টি কোম্পানি।

তিনি আরও বলেন, পোল্ট্রি খাদ্য উৎপাদনে ব্যবহৃত মিটবর্ন কোনও পরীক্ষা ছাড়াই কোম্পানি আমদানির সুযোগ পাওয়ায় খাদ্যের মান কমে গেছে। এর সাথে জড়িত আছেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা।

প্রাণিসম্পদ অধিদফতরের উদাসীনতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমদানি নয় রফতানি করুন। তার জন্যে নীতিমালা প্রণয়ন, সহজ শর্তে ট্রেনিং ও ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।

প্রাণিসম্পদ মন্ত্রী ও প্রাণিসম্পদ মহাপরিচালক বরাবর অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সভাপতি সুমন হাওলাদার।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার বলেন, ডিমের বাচ্চার উৎপাদন খরচ ২৫ থেকে ২৮ টাকা। অথচ কখনও ৪০/৫০ কিংবা এপ্রিলে ৭২ টাকা এমনকি গতবছর ৯৫ টাকায়ও বিক্রি করেছে। ফলে ৪০ শতাংশ খামারি খামার বন্ধ করতে বাধ্য হয়েছে।

খামারি পর্যায়ে সংকট উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন, সরকারি প্রণোদনা খামারিরা পায় না কোম্পানিগুলো হাতিয়ে নিয়েছে, প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছে পৌঁছে না। ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় না, এমনকি এনজিও'রা ঋণ দেয় না।

এ গ্রেড বাচ্চা নিজেরা নিয়ে, বি গ্রেড বাচ্চা খামারিদের কাছে বিক্রি করে। তাদের সাথে প্রতিযোগিতায় প্রান্তিক খামারিরা টিকতে পারে না বলে জানান তিনি।

পোল্ট্রি শতভাগ ঝুঁকিপূর্ণ ব্যবসা উল্লেখ করে তিনি বলেন, খামারিদের প্রণোদনা সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখা সরকারের দায়িত্ব। আমিষ ও প্রোটিনের জোগান দিচ্ছি এবং বেকারত্ব দূর করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি বাপ্পী কুমার দে, খুলনা বিভাগীয় সভাপতি বুরহান উদ্দিন, রংপুর বিভাগীয় সভাপতি সুজন মাহমুদসহ অনেকে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া