X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

১৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৯:২৭আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৯:২৭

ঢাকার ধামরাইয়ের সামিনা নামে এক গৃহবধূকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি রহিম (৬৪) ও রোকেয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

সোমবার (২২ আগস্ট) চাঁদপুরের মতলব দক্ষিণ থানাধীন নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দুজনই ২০০৫ সালে সাভারের কাউন্দিয়া এলাকায় গৃহবধূ সামিনাকে (১৮) পুড়িয়ে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দুজনেই গ্রেফতার হয়ে জেল খেটেছিল। জামিনে বের হওয়ার পর থেকে পলাতক ছিল দুজন।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) ডিআইজি মোজাম্মেল হক।

ঘটনার বিবরণে তিনি জানান, ২০০৩ সালে রোকেয়ার ছোট ভাই জাফরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সামিনার। বিয়ের পর যৌতুক দাবি করে জাফরের পরিবার। টাকার জন্য সামিনার ওপর প্রায়ই শারীরিক নির্যাতন চালানো হতো।

২০০৫ সালের ৭ জুন সামিনাকে স্বামীর বাড়ির সদস্যরা মারধর করে। এক পর্যায়ে জাফর সামিনার গায়ে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।

আশেপাশের লোকজন সামিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন সামিনা মারা যান।

এ ঘটনায় ছয় জনকে আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা। একই বছরের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় সকল আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৮ সালের ৫ জুলাই আদালত ৬ জনের মৃত্যুদণ্ডের রায় দেন।

ঘটনার পর শুধু জাফরের বড় ভাই জাহাঙ্গীর ছাড়া সবাই গ্রেফতার হয়। মূল অভিযুক্ত জাফর জেলেই আছে। বড় ভাই সালেক ও মামা ফেলানিয়া মামলা চলাকালীন গ্রেফতার হয়ে একবছর কারাভোগের পর জামিনে মুক্তি পায়। বর্তমানে তারা পলাতক রয়েছে।

সর্বশেষ গ্রেফতারকৃত আব্দুর রহিম ১১ মাস ও রোকেয়া ১৭ মাস কারাভোগের পর ২০০৬ সালের শেষের দিকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে গিয়েছিল।

বর্তমানে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও তিন  আসামি পলাতক।

ডিআইজি মোজাম্মেল গ্রেফতার দুজনের বিষয়ে বলেন, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। রায়ের পর থেকে রহিম ঢাকার বিভিন্ন এলাকায় পেশা পরিবর্তন করে বাস করছিল।

রোকেয়া ২০১৭ সালে জন্ম তারিখ বদলে নিজেকে অবিবাহিত দেখিয়ে নতুন আইডি কার্ড তৈরি করে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যায়। ৫ বছর দেশের বাইরেই ছিল সে।

গত জুনের প্রথম দিকে রোকেয়া বাংলাদেশে আসে এবং দুই মাস ধরে রহিম ও রোকেয়া তাদের কন্যা পিংকির শ্বশুরবাড়ি চাঁদপুরের নারায়ণপুর গ্রামের ভাড়াবাড়িতে বাস করছিল।

/এআরআর/এফএ/
সম্পর্কিত
ইজিবাইক হারিয়ে নিঃস্ব সেই চালকের পাশে দাঁড়ালো র‌্যাব
প্রবাসীকে হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
সাভারে ‘হৃদয় গ্রুপের’ নেতৃত্বে একাধিক হত্যা, গ্রেফতার ৮
সর্বশেষ খবর
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি