X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মন্দিরের ফল চুরির অপবাদে সেবায়েতের আত্মহত্যা: গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ১৬:২৭আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৬:২৭

মন্দিরের ‘ফল চুরির’ অভিযোগ এনে প্রকাশ্যে সালিশ বসিয়ে অপমান-অপদস্তের হুমকি দেওয়ায় ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মন্দিরের সেবায়েত পরীক্ষিত দাসের (৬৫) আত্মহত্যার ঘটনায় করা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি মিরপুর বিভাগ। সোমবার (২৯ আগস্ট) রাতে রাজধানী ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

ডিবিপ্রধান বলেন, ‌‘মন্দির পরিচালনা কমিটির কয়েকজন সদস্যের নির্মম আচরণ ও কঠোর মনোভাব কেড়ে নিলো পরীক্ষিতের প্রাণ। ফল চুরির অপবাদ দিয়ে প্রকাশ্যে বিচার করার হুমকিতে লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন তিনি।’

গত ১৬ আগস্ট কাফরুলের মন্দিরের ভেতরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তাকে গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই থানার কল্যাণী এলাকায় নিয়ে গিয়ে দাহ করা হয়।

ডিবিপ্রধান বলেন, ‘আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মন্দিরের সভাপতি বিপ্লব বিজয়ী হালদার, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা ও দফতর সম্পাদক বাদল সরকারের বিরুদ্ধে মৃতের ছেলে ভক্ত দাস বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন। সেই মামলায় ইতোমধ্যে তাদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।’

পরীক্ষিতের পরিবারের বরাত দিয়ে হারুন অর রশিদ বলেন, ‘মন্দির কমিটির লোকজনের কারণে পরীক্ষিতের এই পরিণতি। এর পুরো দায় তাদের। তাদের নিপীড়নের কারণে এই বয়সের একটি লোক আত্মহননের মতো সিদ্ধান্ত নিলেন। চুরি কেউ করলেও তা ক্ষমা করা যায়। আর অভিযোগ করলেও তা প্রমাণ সাপেক্ষ। এ জন্য দেশে আইন আছে।’

তিনি বলেন, ‘তদন্ত-সংশ্নিষ্ট কর্মকর্তারা ও পরীক্ষিত দাসের পরিবারের সদস্যরা বলছেন, প্রায় ১১ বছর তিনি কাফরুলে কেন্দ্রীয় মন্দিরে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। ১৫ আগস্ট রাত পৌনে ১২টার দিকে একটি ব্যাগ নিয়ে মন্দির থেকে বের হচ্ছিলেন তিনি। ওই ব্যাগে ফল ছিল। পরে সেগুলো চুরির অভিযোগ তোলেন মন্দিরের সভাপতি বিপ্লব বিজয়ী হালদার, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা ও দফতর সম্পাদক বাদল সরকার। পরদিন সকালে প্রকাশ্যে সালিশ বসিয়ে বিচার করার হুমকি দেওয়া হয়।’

হারুন অর রশিদ বলেন, ‘মন্দিরের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, পরীক্ষিত দাস বের হচ্ছেন। এ সময় বিপ্লব, সুমন ও বাদল তাকে বাধা দেন। তারা হাত নাড়িয়ে কথা বলছেন পরীক্ষিত দাসের সঙ্গে। একপর্যায়ে পরীক্ষিত দাস তাদের একজনের দুই পা জাড়িয়ে ধরেন। ভিডিওতে স্পষ্ট, তিনি বারবার ক্ষমা চাচ্ছেন। পর্যায়ক্রমে অপর দু’জনেরও পা জড়িয়ে ধরে ক্ষমা চান। পরে তারা পরীক্ষিত দাসকে রেখে চলে যান। এরপরই তিনি মন্দিরে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরদিন সকালে সেখান থেকে তার লাশ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।’

কেন্দ্রীয় মন্দিরের সাবেক সভাপতি নিথীশ কুমার সাহা বলেন, ‘পরীক্ষিত দাস একজন নিরীহ মানুষ। আত্মমর্যাদা নিয়ে থাকতেন তিনি। ফল চুরির অভিযোগে তাকে বিপ্লব, সুমন ও বাদল অপমান-অপদস্ত করেছেন। সালিশ বসিয়েও বিচার করার হুমকি দেওয়া হয়েছিল।’ পরীক্ষিত ফল চুরি করার মতো মানুষ নন বলে দাবি করেন তিনি।

ডিবির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার জানান, তার টিম অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেফতার করেছে। দুপুরে আত্মহত্যা প্ররোচণা মামলায় তাদের আদালতে হাজির করা হবে।

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস