X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুই মহানগরে বেশি ভাড়া আদায়ের অপরাধে ১৯ বাসকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৪

জ্বালানি তেলের দাম কমানোর পরও অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর অংশ হিসেবে শনিবার (৩ সেপ্টেম্বর) এই দুই মহানগরের ৮টি স্পটে ৮টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় ১৯টি বাসকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করে বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন।

তিনি জানান, রুট ভায়োলেশন/পারমিটবিহীন রুটে চলাচল, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস না থাকা, হাইড্রোলিক হর্নসহ অন্যান্য অপরাধে ঢাকা ও চট্টগ্রামে ৪০টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২ লাখ ৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া রুট পারমিট না থাকায় ১টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি তদারকি করেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম, সচিব এ টি এম কামরুল ইসলাম, পরিচালক (রোড সেফটি) মাহবুব-ই-রাব্বানী পরিচালক (অপারেশন) লোকমান জোসেন মোল্লা ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন। এ সময় বাস ও মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জ্বালানি তেলের দামের কমানোর পর গত ৩১ আগস্ট বনানীর কার্যালয়ে বাসমালিকদের সঙ্গে বৈঠক করে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত জানায় বিআরটিএ। সে হিসাবে বাস ভাড়া প্রতি কিলোমিটার ৫ পয়সা কমিয়ে দূরপাল্লার ক্ষেত্রে ২ টাকা ১৫ পয়সা ও মহানগরে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। ডিটিসিএ আওতাভুক্ত বাসের ভাড়া ২ টাকা ৩৫ পয়সা করা হয়েছে। সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা করা হয়।

বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছিলেন, নতুন ভাড়ার চেয়ে বেশি আদায় হচ্ছে কি না, তা দেখতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। তাদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরাও থাকবেন। কোনও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

/এমআরএস/এনএ/
সম্পর্কিত
বেশি দামে ফ্যান বিক্রি করায় ৫৫ হাজার টাকা জরিমানা
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
গরুর আধা কেজি পচা কলিজা ৪৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ খবর
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা