X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হিজড়া সেজে পরিবহনে চাঁদা তুলতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১৭

‘হিজড়া সেজে’ পরিবহনে চাঁদাবাজি করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদে তারা সবাই পুরুষ বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তাদের রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের আসল পরিচয় বের করতে কাজ করছে পুলিশ।

বাসযাত্রী ও পরিবহনশ্রমিকদের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তারা নিজেদের হিজড়া পরিচয় দিয়ে তাদের নাম বলেছে মৌসুমী (৩২), অনিকা (২৯), তুলি (২৪) ও দুলী (২৫)। তবে তাদের মাথার নকল চুল ও মেকআপ ধুয়ে ফেলার পর আসল চেহারা ফুটে ওঠে। তারা পুলিশের জেরার মুখে নিজেদের পুরুষ বলে স্বীকারও করেছে। তবে পুলিশ আরও নিশ্চিত হতে চায়।

এসব বিষয় নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বলেন, গ্রেফতার চারজন দীর্ঘদিন ধরে এ এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতো। চাঁদা না দিলে তারা আপত্তিকর আচরণ করতো।

হিজড়া সেজে পরিবহনে চাঁদা তুলতো তারা

তিনি আরও বলেন, তারা আজ উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে ২ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করে। পরে ম্যানেজারের পকেট থেকে ১ হাজার ১০ টাকা নিয়ে যায়। আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারের সামনে চেঁচামেচি করতে থাকে। এ ঘটনাটি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেফতার করে।

এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।
 
উত্তরায় যেসব হিজড়া রয়েছে, তাদের সংগঠনের এরা কেউ নয় জানিয়ে ওসি বলেন, ‌‘তাদের বিষয়ে সংগঠনের কেউ থানায় আসেনি। সাধারণত হিজড়াদের থানায় আটক বা গ্রেফতার করলে তাদের গুরু মায়েরা থানায় আসেন। তবে এদের ক্ষেত্রে কেউ খবর নেয়নি।’

আগামীকাল রোববার (৪ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আরও সত্য বেরিয়ে আসবে বলে জানান ওসি।

/এআরআর/এনএআর/
সম্পর্কিত
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি