X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সোনা ব্যবসায়ীর টাকা লুটের ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৭

রাজধানীতে সোনা ব্যবসায়ীর ২০ লাখ টাকা লুটের ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রমনা বিভাগের জোনাল টিম বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা, কলাবাগান ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ।

গ্রেফতারকৃতরা হলো— গোলাম মোস্তফা শাহীন ওরফে শাহীন পুলিশ, মো. শাহাদৎ হোসেন, সাইদ মনির আল মাহমুদ, মো. রুবেল ইসলাম, মো. জাকির হোসেন। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাডো জিপ গাড়ি, ছিনতাইকৃত নগদ এক লাখ ১০ হাজার টাকা, একটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাপ, ২টি কালো রঙয়ের কটি, একটি স্টিলের লাঠি, একটি হাতুড়ি, একটি প্লায়ার্স ও একটি স্পার্কার (পিস্তল সাদৃশ্য) উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘গ্রেফতারকৃতরা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি-ছিনতাই করতো। ডাকাতি করা তাদের  পেশা। গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। ডিবির রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের মিশু বিশ্বাসের নেতৃত্বে  মামলার তদন্ত কাজ শুরু করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় থেকে শাহীন, শাহাদৎ, সাইদ, রুবেল ও জাকিরকে গ্রেফতার করা হয়।’

তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর নিউমার্কেটের একজন স্বর্ণ ব্যবসায়ী মহিউদ্দিন খান তাঁতিবাজার থেকে ২০ লাখ টাকা নিয়ে পাঠাও মোটরসাইকেলে করে নিউমার্কেটের উদ্দেশে রওনা হন। পথে ২ জন ডাকাত মোটরসাইকেলে করে ওই ব্যবসায়ীকে অনুসরণ করে। ভিকটিম বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের মূল প্রবেশ গেটের সামনে আসামাত্র ডাকাতরা একটি জিপগাড়ি দিয়ে ভিকটিমের মোটরসাইকেল বেরিকেড দেয়। গাড়ির ভেতর থেকে ৩ জন ডাকাত নেমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মোটরসাইকেল থেকে ভিকটিমকে জাপটে ধরে গাড়িতে তুলে নেয়। গাড়ির ভেতরে ভিকটিমকে গামছা দিয়ে চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে চোখে-মুখে আঘাত করে।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ডাকাতরা ভিকটিমের সঙ্গে থাকা নগদ ২০ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা ভিকটিমের হাত, পা, চোখ বাঁধা অবস্থায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুরে ফেলে দিয়ে পালিয়ে যায়।ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির শাহবাগ থানায় মামলা হয়।

 

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫
সর্বশেষ খবর
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের