X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশে পর্যটনের নিরাপত্তা যথেষ্ট ভালো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৮

‘প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পর্যটকদের নিরাপত্তা যথেষ্ট ভালো। বাংলাদেশে কদাচিৎ দুর্ঘটনা ঘটলেও প্রতিবেশী অনেক দেশেই নানা ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটে।’

মঙ্গলবার শেরে বাংলা নগর প্রশাসনিক এলাকায় পর্যটন ভবনে ‘পর্যটন গন্তব্যে নিরাপত্তা ঝুঁকি-বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তরা এসব কথা বলেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

টোয়াব সভাপতি শিবলুল আজম কোরেশী বলেন, ‘পর্যটনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। আমাদের দেশে ট্যুরিস্ট পুলিশ আছে, এটা আমাদের জন্য ভালো দিক। তবে ট্যুরিস্ট পুলিশের জনবল বাড়াতে হবে। সাধারণ মানুষকে নিরাপত্তার বিষয়ে সম্পৃক্ত করতে হবে। নিরাপত্তা বিষয়ে প্রযুক্তিগত ব্যবহার বাড়াতে হবে।‘

বিদেশি পর্যটকরা পুলিশি পাহারায় ভ্রমণ পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, ‘তারা নিরাপত্তা চান, কিন্তু তাদের সঙ্গে সারাক্ষণ পুলিশ থাকলে তাদের প্রাইভেসি বিঘ্নিত হয়। আমাদের প্রতিবেশী দেশের তুলনায় পর্যটকদের নিরাপত্তা অনেক ভালো।’

কোনও দুর্ঘটনায় উদ্ধারের জন্য যন্ত্রপাতি বরাদ্দের বিষয়ে কথা বলেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মো. আশরাফুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশন) নূরুল আমিন। তিনি তার প্রবন্ধে বলেন, ‘পর্যটনকে শিল্পের মর্যাদায় নেওয়া সহজ কাজ নয়। বিভিন্ন সময় দেশে সুরক্ষার বলয় না থাকায় আমাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে। হোলি আর্টিজানের ঘটনা আমাদের পর্যটন খাতকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করেই মানুষ তার ভ্রমণের গন্তব্য ঠিক করেন। প্ল্যান ঠিক করলেও কোনও নিরাপত্তা ঝুঁকি দেখা হলে মানুষ পরিকল্লনা পরিবর্তন করে। আমরা যদি সুরক্ষা দিতে প্রচুর মানুষ বাংলাদেশে বেড়াতে আসবেন।’

দেশে পর্যটকের কোনও সঠিক পরিসংখ্যান নেই উল্লেখ করে তিনি বলেন, ‘করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত। মহামারির কারণে এ খাতের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন।’

অবশ্য দেশে পরিবহন ক্ষেত্রে অনেক অরাজকতা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘হুট করেই চাহিদা বেড়ে গেলে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনাও ঘটে। পর্যটন স্পটে মাদক একটি বড় সমস্যা। আমাদের আইনগুলো সময় উপযোগী করতে হবে। আইন আপডেট না হলে আমরা যথাযথা ব্যবস্থা নিতে পারছি না।’

সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. ইলিয়াছ শরীফ। তিনি বলেন, ‘১ হাজার ৩৯৩ জন সদস্য নিয়ে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কিন্তু যেসব জায়গায় আমাদের জনবল নেই, সেখানে আমরা কী করতে পারি? সেখানে স্থানীয় জনগণের অংশগ্রহণ প্রয়োজন। আমাদের অনেক গ্রামীণ উৎসব বন্ধ হয়ে গেছে। আমরা দেখি হঠাৎ করে অনেক মানুষ পর্যটক বিভিন্ন গন্তব্যে চলে আসেন। মানুষের চাহিদা বাড়লে নিম্নমানের যানবাহন ব্যবহার হয়, দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে ট্যুর অপারেটরদের সতর্ক হতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি বলেন, ‘আমাদের আইনগত অনেক সীমাবদ্ধতাও আছে। আমাদের আইনগুলো পর্যালোচনা করা প্রয়োজন।’

/সিএ/ইউএস/
সম্পর্কিত
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
আলেকজান্ডার মেঘনা পাড় যেন আরেক কক্সবাজার
ঈদের ছুটিতে কক্সবাজারে ৫ লাখ পর্যটক, হোটেলে কক্ষ না পেয়ে ভোগান্তি
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!