X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাইবার নিরাপত্তায় চার পরামর্শ বিশেষজ্ঞদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৭

সাইবার নিরাপত্তায় চারটি বিষয় মানার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। তারা জানান, অনলাইনে ব্যবহৃত আইডিতে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করা, শক্তিশালী পাসওয়ার্ড নিশ্চিত, নিয়মিত সফটওয়্যার হালনাগাদ ও ইন্টারনেটে ফিশিং চেনার উপায়—এই চারটি বিষয় মেনে চললে অনলাইনে ব্যবহারকারী নিজেদের নিরাপত্তাবলয় নিজেরাই তৈরি করতে পারবেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ হলে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।

‘নিরাপদ অনলাইন কঠিন তো নয়, সতর্ক থাকলেই হয়' প্রতিপাদ্যে সারাদেশে সপ্তম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে অক্টোবর মাসকে ঘোষণা করা হয়েছে। মোবাইল ফোন অপারেটর রবি এবং প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সাইবার প্যারাডাইজের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেন, 'অনলাইনে ফিশিং হলো মানুষের মনকে নিয়ন্ত্রণ করে ম্যানুপুলেট করা। এর মাধ্যমে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হয়তো টাকা কিংবা সম্পর্ক তৈরির প্রলোভনে কোনও সাইটে ক্লিক করার মাধ্যমে তাকে অনিরাপদ ওয়েবসাইটে নিয়ে যায়। ফলে ব্যক্তির তথ্য হাতিয়ে নেয় অথবা টাকা আদায় করে নিতে পারে প্রলোভন দেখিয়ে।'

শিশুদের নিরাপদ ইন্টারনেট নিয়ে তিনি বলেন, 'বাচ্চাকে মোবাইল না দিয়ে বই দিন। বাচ্চারা নিরাপদ থাকবে সাইবার স্পেসে। প্রত্যেকটা আইএসপি থেকে প্যারেন্টিং কন্ট্রোল নিতে পারেন, তাহলে অনাকাঙ্ক্ষিত সাইটে পৌঁছাতে পারবে না।'

রবির সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চক্রবর্তী বলেন, 'ইন্টারনেট ব্যবহারের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। সেজন্য দেখে-শুনে নিরাপত্তা নিয়ে ইন্টারনেট চালাতে হবে।'

আইএসপিএবি'র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম বাশির বলেন, 'সাইবার সিকিউরিটির জন্যে সবচেয়ে বড় প্রয়োজন নিজের মধ্যে সচেতনতা তৈরি করা। প্রত্যেক লিংকে ক্লিক করার আগে বুঝে শুনে ক্লিক করা উচিত। তাহলে নিরাপদ থাকা যাবে।'

অনুষ্ঠানে জানানো হয়,  মাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতার বার্তা সারাদেশে পৌঁছে দিতে যেকোনও ব্যক্তি-সংগঠনকে এই কর্মসূচিতে যুক্ত করার উদ্যোগ নিয়েছে ক্যাম জাতীয় কমিটি। তৃণমূল ছাড়াও জাতীয় পর্যায়ে কর্মসূচির মধ্যমে দেশব্যাপী সারাদেশে এসএমএস ক্যাম্পেইন, ৬৪ জেলা থেকে শতাধিক তরুণ-তরুণীকে নিয়ে ঢাকায় কর্মশালার আয়োজন, সাইবার সুরক্ষা বিষয়ক আলোচনা সভা, প্রতি সপ্তাহে বিশিষ্ট জনদের নিয়ে বিষয়ভিত্তিক ওয়েবিনার, ডিজিটাল পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, স্যোশাল মিডিয়ায় মাসব্যাপী ক্যাম্পেইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্যাম জাতীয় কমিটির সদস্য সচিব ব্যারিস্টার রাশনা ইমাম, ক্যাম জাতীয় কমিটির সমন্বয়ক কাজী মুস্তাফিজ প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
সর্বশেষ খবর
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে