X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ এশিয়ায় অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৮

‘বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত। বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার দ্বার হিসেবে বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে।’

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মেক্সিকো সিটির লস পিনসে ‌‘ইউনেসকো ওয়ার্ল্ড কনফারেন্স, মনডিয়াকাল্ট ২০২২’-এ অংশ নিয়ে এসব কথা বলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সময় তিনি গুয়াতেমালার সংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক ভাইস মিনিস্টার ম্যারিও রবার্তো মালদোনাদো স্যামাইওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে গুয়াতেমালার স্বাধীনতার (১৫ সেপ্টেম্বর) ২০১তম বার্ষিকীতে ভাইস মিনিস্টারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েক দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানোতে বাংলাদেশ শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশ বিশ্বশান্তি, জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সমতা ও টেকসই আর্থসামাজিক উন্নয়নের বিষয়ে জাতিসংঘ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামগুলোয় সক্রিয়ভাবে অংশ নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। আমাদের ফার্মাসিউটিক্যালস ও প্লাস্টিক শিল্পের সুখ্যাতি রয়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পও ক্রমবর্ধমান।’

দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় বাণিজ্যকে বহুগুণ বৃদ্ধির সুযোগ রয়েছে উল্লেখ করে কে এম খালিদ বলেন, ‘গুয়াতেমালা মধ্য আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ। গুয়াতেমালা হলো বিশ্বের সবচেয়ে বড় এলাচি উৎপাদক দেশ। বাংলাদেশের রন্ধনশালায় এই পণ্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দেশটি চকলেট বার উৎপাদনেও অন্যতম।’

বাংলাদেশ ও গুয়াতেমালা উভয় দেশই সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী। তবে তিনি হতাশা প্রকাশ করে জানান, বর্তমানে বাংলাদেশ ও গুয়াতেমালার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা নগণ্য। অদূর ভবিষ্যতে যাতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার করা যায়, সে জন্য তিনি দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সহযোগিতার সমঝোতা স্মারকের প্রস্তাব দেন ম্যারিও রবার্তোকে।

ভাইস মিনিস্টার ম্যারিও রবার্তোও এ ব্যাপারে একমত পোষণ করেন। তিনি সাংস্কৃতিক সহযোগিতার পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি প্রতিমন্ত্রীর কাছে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

এ সময় কে এম খালিদ গুয়াতেমালার ভাইস মিনিস্টারকে দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম, বাংলাদেশ দূতাবাস মেক্সিকোর কাউন্সেলর শাহনাজ আক্তার রানু ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা