X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ০০:২১আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০০:৪৭

‘যুক্তরাষ্ট্র মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ২০২১ সালে আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আছে। আদিবাসী গোষ্ঠীর নারীরা নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে  আমেরিকা বিচারবহির্ভূত হত্যা, গুমকে মানবাধিকার লঙ্ঘন বলছে। তারা (যুক্তরাষ্ট্র) বিভিন্ন দেশে সামরিক আগ্রাসন চালায়।’

‘যুক্তরাষ্ট্রের মানবাধিকার রাজনীতি, আমার মত’ শীর্ষক  আড্ডায় বক্তারা এসব কথা বলেন। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ওয়েবিনারে অনুষ্ঠিত এই আড্ডায় বিভিন্ন দেশ থেকে যুক্ত হন বক্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুফি ফারুক ইবনে আবুবকর। অনুষ্ঠানে কথা বলেন ব্লগার অমি রহমান পিয়াল, নাহিদ করিম হেলাল (নাহিদ রেইন্স)।

সুফি ফারুক ইবনে আবুবকর বলেন, কিছু দেশ আছে নিজের দেশের নাগরিকদের মানবাধিকার নিশ্চিত না করে, বিভিন্ন দেশকে উপদেশ দিয়ে বেড়ায়। এটিকে তারা সরকার পরিবর্তনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অস্ত্রের মতো মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এর মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, আমরা শুনি আমাদের দেশে মানবাধিকার নেই। বাস্তবতা হচ্ছে তারা (যুক্তরাষ্ট্র) মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

অমি রহমান পিয়াল বলেন, আমেরিকা কী করে? বাংলাদেশের প্রেক্ষাপটে তারা বিচারবহির্ভূত হত্যা, গুমকে মানবাধিকার লঙ্ঘন বলছে। তারা (যুক্তরাষ্ট্র) বিভিন্ন দেশে সামরিক আগ্রাসন চালায়। সেখানে তারা যে অধিকার লঙ্ঘন করে সেগুলো বিচার করার কোনও অধিকার নেই। যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালালো, আফগানিস্তানে করলো, টেরোরিজম বলে যা শুরু করেছিল। তারা লোকজন ধরে নিয়ে গুয়ানতানামো বে  তে নিয়ে রাখলো। সেগুলো কিন্তু অমানবিক। তাদের পুলিশ গলায় পাড়া দিয়ে মানুষ মেরে ফেলতেছে। ১২/১৩ বছরের বাচ্চা চিপসের প্যাকেট হাতে, তারা মনে করছে অস্ত্র, তাকে শুট করা হয়েছে। এয়ারপোর্টে মুসলিম নাম শুনলে একেবারে নগ্ন করে সার্চ করে।

নাহিদ করিম হেলাল বলেন, ২০২১ সালে আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আছে। আদিবাসী গোষ্ঠীর নারীরা নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে। আমেরিকা সরকার এসব বিষয়ে তথ্য গোপন রাখে।  আমেরিকাতে ১০৫৫ জন্য কৃষ্ণাঙ্গ মানুষকে হত্যা করা হয়েছে ২০২১ সালে। এটা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, যা তাদের পুলিশ করেছে। এত মানুষ মারা যাচ্ছে, এটা কী মানবাধিকার লঙ্ঘন না! বাংলাদেশে এমন ঘটনা কয়টি ঘটে? বাংলাদেশ বর্ণবাদের কারণে কোনও মানুষ মারা যায় না। আমেরিকা অস্ত্র সঙ্গে রাখার অনুমতি দেয়, কিন্তু এগুলো কন্ট্রোল করতে পারছে না। ২০২১ সালে ৪৪ হাজার মানুষ মারা গেছে, সেখানে শিশুও আছে। এগুলো কী মানবাধিকার লঙ্ঘন নয়।

/সিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা