X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্রিটে‌নে নিত্যপণ্যের বাজা‌রে আগুন, বিপাকে বাংলা‌দেশিরা

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
০২ অক্টোবর ২০২২, ২১:১৯আপডেট : ০২ অক্টোবর ২০২২, ২১:৪৪

টেলিভিশন নাটকে একসময়ের জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু এখন সপরিবারে বাস করেন লন্ডনে। মৌলভীবাজা‌রের বড়‌লেখার এই অভিনেতার সঙ্গে সম্প্রতি কথা হয় প্রতিবেদকের। ব্রিটেনের নিত্যপ‌ণ্যের বাজা‌রের অবস্থা নি‌য়ে আক্ষেপ ক‌রে তি‌নি বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, ‘বাজারের নিত্যপণ্যের মূল্য নি‌য়ে দে‌শের মানু‌ষ না‌ভিশ্বা‌সের কথা ব‌লেন, এখা‌নে তো (লন্ডন) মানুষ আরও মহাদু‌র্ভো‌গে। বিদ্যুৎ, জ্বালানি তেলের বিল আর বাজার খরচ মি‌লি‌য়ে এখন ছোটখাটো ব্যবসা বা চাকরি ক‌রে প‌রিবা‌রের ব্যয় নির্বাহ দু‌র্বিষহ ব্যাপার। বাচ্চাদের স্কু‌লের ইউনিফর্ম থে‌কে শুরু ক‌রে খাবার, সব ধর‌নের ফি বাড়‌ছে। কিন্তু মানু‌ষের আয় বাড়‌ছে না।’

শৈশব থে‌কেই ব্রিটে‌নে বসবাস করা স্বাধীন খসরু জানান, এমন প‌রি‌স্থি‌তি তি‌নি ব্রিটে‌নে আর কখনও দে‌খেন‌নি।

বি‌লে‌তে বাঙালিদের কাছে প‌রি‌চিতমুখ কণ্ঠশিল্পী‌ মাহবুবুর রহমান শিবলু। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তি‌নি বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, এখানকার এশিয়ান বা বাঙালি শপগু‌লোতে গে‌লে দ্রব্যমূ‌ল্যের বাজা‌রের বেসামাল প‌রি‌স্থি‌তি বোঝা যায়। প‌ণ্যের দাম একেক দোকা‌নে একেক রকম। টেস‌কো, আজদা বা সেইন্সবারির ম‌তো বড় চেইনশপগু‌লো‌তেও পণ্যের দাম বেড়েছে। যদিও অন্যান্য দোকানের তুলনায় তা সহনীয়।

করোনা মহামারিতে দীর্ঘদিন ভোগার পর বিশ্ব যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঠিক সেসময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সারা বিশ্বেই অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। আর এর প্রভাবে যুক্তরাজ্যেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারের চিত্র পা‌ল্টে দিয়ে‌ছে। স্থানীয়রা বলছেন, রাশিয়া তার শত্রু দেশগু‌লো‌তে প্রত্যক্ষ-প‌রোক্ষভা‌বে খাবা‌রের সংকট সৃ‌ষ্টি ক‌রে‌ছে।

লন্ডন প্রবাসী সাংবা‌দিক ফখরুল ইসলাম খসরু ব‌লেন, ব্রেক্সি‌টের ধাক্কা ব্রিটেন এখনও কা‌টিয়ে উঠ‌তে পা‌রে‌নি। তারপর ক‌রোনা পরবর্তী প‌রি‌স্থি‌তি, ডলা‌রের বিপরীতে পাউন্ডের ক্রমাগত দরপতন পণ্যমূ‌ল্যের বাজা‌রে সংকট সৃ‌ষ্টি ক‌রে‌ছে। মা‌সে পাঁচ ছয় জ‌নের এক‌টি প‌রিবা‌রে খরচ কমপ‌ক্ষে দুইশ পাউন্ড বে‌ড়ে গে‌ছে।

ব্রিটে‌নে অব্যাহত মুদ্রাস্ফী‌তি, পাউন্ডের দরপতন, ব্যাংকের অব্যাহত সু‌দের হার বৃদ্ধি‌তে বিপর্যয়ের মু‌খে এখন জনজীবন। অর্থনীতির ভগ্নদশায় সব‌চে‌য়ে বে‌শি দু‌র্ভোগ পোহা‌চ্ছেন নিম্ন আ‌য়ের মানুষ। দেশটি‌তে বসবাসরত ব্রিটিশ বাংলা‌দেশিসহ দক্ষিণ এশিয়ার অধিবাসীরা বিপাকে পড়েছেন।

ব্রিটিশ রি‌টেইল কন‌সো‌র্টিয়া‌মের (‌বিআর‌সি) সমীক্ষা অনুসা‌রে, ব্রিটে‌নে খাদ্য মুদ্রাস্ফীতি সর্বোচ্চ সীমায় পৌঁছে‌ছে। তাজা খাবা‌রের দাম বে‌ড়ে‌ছে ১২ শতাংশ। সে‌প্টেম্বরে খাদ্য মুদ্রাস্ফী‌তি আগ‌স্টের ১০ দশ‌মিক ৫ শতাংশ থে‌কে বে‌ড়ে ১২ দশ‌মিক ১ শতাং‌শে পৌঁছে‌ছে, যা স্মরণকা‌লের সর্বোচ্চ।

বিআর‌সির সিইও হে‌লেন ডিকিনসন ওবিরই ব‌লে‌ছেন, ইউক্রেন-রাশিয়া যু‌দ্ধের কার‌ণে ভোজ্যতেল থে‌কে পশুখাদ্যসহ সব‌কিছুর দাম এ মা‌সে আরেক দফায় বে‌ড়ে‌ছে।

ব্রিটে‌নের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস প‌রি‌স্থি‌তি মোকা‌বিলায় কর কমা‌নোসহ নতুন কিছু স‌রকারি সুবিধার ঘোষণা দি‌লেও ভোগ্যপ‌ণ্যের বাজারে তা কোনও ইতিবাচক ভূমিকা রাখ‌তে পা‌রেনি।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিলেতে ঈদে ছুটি পান না হাজারো বাংলাদেশি কর্মী, ব্যতিক্রম ‘কা‌রি লিফ’
রমজানকে স্বাগত জানাতে বর্ণিল সাজে লন্ডন
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়ালো
সর্বশেষ খবর
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন