X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঝগড়া থামাতে গিয়ে ধাক্কায় পড়ে মৃত্যু!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২২, ১৮:৫১আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৮:৫১

রাজধানীর খিলগাঁওয়ে রিকশা ভাড়া নিয়ে চালকের সঙ্গে ফল বিক্রেতার ঝগড়া ও হাতাহাতি হয়। থামাতে গিয়ে রিকশাচালকের ধাক্কায় পড়ে যান ফল বিক্রেতার বাবা। পরে তার মৃত্যু হয়। রবিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে খিলগাঁও চৌরাস্তা ব্যাংক গলি ভাড়া বাসার পাশে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্বাস মিয়া (৭০)। তার ছেলে ফল ব্যবসায়ী আয়নাল হক জানিয়েছেন, আমি বাদামতলী থেকে একটি রিকশায় করে ফল নিয়ে খিলগাঁও ফিরছিলাম। ১৮০ টাকা ভাড়ায় রিকশা নেই। খিলগাঁও ব্যাঙ্ক গলির মোড়ে আসতে বিভিন্ন রাস্তা ঘুরতে হয়েছে। সে কারণে রিকশাচালক আমার কাছে ৪০০ টাকা ভাড়া দাবি করে। তখন আমি তাকে ২২০ টাকা দিতে চাইলে তিনি তা নেবেন না।

আয়নাল বলেন, সেখানে রিকশা রেখে স্থানীয় কিছু ছেলেকে নিয়ে আসেন চালক। সেখানে রিকশাচালকসহ অন্যান্য ছেলেদের সঙ্গে এক পর্যায়ে আমার ধাক্কাধাক্কি হয়। আমার শার্ট ছিঁড়ে যায়। সেখানে আমার বাবা আব্বাস মিয়া থামাতে আসলে ধাক্কা লেগে পড়ে যান তিনি। সেখান থেকে তাকে প্রথমে খিদমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁ থানার উপপরিদর্শক মো. হাসান মুন্সি বলেন, খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকাল ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃত আব্বাস মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের মৃত লতু মিয়া ছেলে। এক ছেলে তিন মেয়ের জনক ছিলেন তিনি।

 

/এআইবি/আরটি/এফএস/
সম্পর্কিত
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বশেষ খবর
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি