X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

২৩ অক্টোবর থেকে কর্মবিরতির হুমকি ট্যাংকলরি শ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ১৫:১৮আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৫:১৮

নিরাপদে ও নিশ্চিন্তে জ্বালানি পরিবহনে ১০ দফা দাবি জানিয়েছেন ট্যাংকললি শ্রমিকরা। এসব দাবি মানা না হলে আগামী ২৩ অক্টোবর সকাল ৬টা থেকে সারাদেশের অবিরাম কর্মবিরতি পালনের হুমকি দেন তারা। সোমবার (১৭ অক্টোবর) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ হলে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শ্রমিকরা।

ট্যাংকলরি শ্রমিকদের ১০ দফা দাবিতে রয়েছে– ট্যাংকলরি শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক দেওয়াসহ শ্রম আইন ও শ্রম বিধি অনুযায়ী শ্রমিকের যাবতীয় রেকর্ডপত্র সংরক্ষণ করতে হবে; ট্যাংকলরি শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে; ট্যাংকলরি শ্রমিকদের জন্য পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বিমা কার্যকর করতে হবে; কেন্দ্রীয় ট্যাংকলরি টার্মিনালসহ সারাদেশে সব তেলের ডিপোর সঙ্গে ট্যাংকলরি টার্মিনাল নির্মাণ করতে হবে।

তারা আরও দাবি জানান,  ট্যাংকলরি চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে;  সড়কে চলন্ত ট্যাংকলরি থামিয়ে পুলিশি হয়রানি বন্ধ করতে হবে; ট্যাংকলরি শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে পৃথকভাবে সাহায্য-সহযোগিতার ব্যবস্থা করতে হবে; ট্যাংকলরি শিল্পে অন্য সেক্টরের শ্রমিকদের অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করতে হবে; ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নামীয় সংগঠন থেকে ‘ট্যাংকলরি’ শব্দটি পরিহার করাসহ শ্রম আইন, ২০০৬ এর ১৭৯ (৫) ধারা সংশোধন করে শুধু ‘দাহ্য পদার্থবাহী ট্যাংকলরির ক্ষেত্রে’ একই প্রতিষ্ঠানে একটির বেশি ইউনিয়ন গঠন করা যাবে না উল্লেখ করে সংশোধন করতে হবে।

বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান ভূঁইয়া বলেন, আমরা আমাদের দাবি নিয়ে জ্বালানি প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছি। আগামী ২২ অক্টোবরের মধ্যে আলোচনার মাধ্যমে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান  জানাচ্ছি। অন্যথায়, জীবন-জীবিকার তাগিদে ও পেশার অস্তিত্ব রক্ষার্থে বাধ্য হয়ে আগামী ২৩ অক্টোবর সকাল ৬টা থেকে সারাদেশের ট্যাংকলরি শ্রমিকরা অবিরাম কর্মবিরতি পালন করবে। সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জেলার ট্যাংকলরি শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের মারধরে চালক-হেলপারের মৃত্যু
রাজধানী থেকে ৫ জেলায় সিএনজি অটোরিকশা চালাতে চান চালকরা
৪ শ্রমিক নেতাকে আটকের অভিযোগে সড়ক অবরোধ, মুচলেকায় মুক্তি
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫