X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সংসদে রুমিনকে টিপ্পনী বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ১৯:৪৭আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২০:৪৪

ভারতের তুলনায় বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ব্যয় বেশি নিয়ে সংসদে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে প্রশ্ন করেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বিদ্যুৎকেন্দ্রটি তার মন্ত্রণালয়ের অধীনে নয় উল্লেখ করে তথ্য জানানোয় রুমিনকে টিপ্পনী করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি রুমিনকে সঠিক তথ্য জেনে প্রশ্ন করার পরামর্শ দেন।

মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই টিপ্পনী কাটেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

রুমিন ফারহানা তার প্রশ্নে বলেন, ‘আমাদের মন্ত্রীরা অতীত নিয়ে আলোচনায় যত দক্ষ, যে জবাবদিহি আমরা চাই, সেই ব্যাপারে উত্তর দিতে তারা ততটা দক্ষ নন।’

তিনি হিন্দুস্তান টাইমসের উদ্ধৃতি দিয়ে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণ খরচ ভারতের তুলনায় চারগুণ বেশি বলে জানান এবং সেটার কারণ জানতে চান। তেল দীর্ঘমেয়াদি চুক্তিতে না কিনে কেন স্পট মার্কেট থেকে কেনার ঝুঁকি নেওয়া হচ্ছে, এর কারণও জানতে চান রুমিন।

জবাবে নসরুল হামিদ বলেন, ‘আমি ওনাকে যতটা স্মার্ট আশা করেছিলাম, তিনি ততটা স্মার্ট নন। তার তথ্য জানার জন্য যে ধরনের উপাত্ত থাকা দরকার, সেটাও নেই। কারণ, তিনি বুঝতে পারছেন না পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আমার মন্ত্রণালয়ের (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়) অধীনে নয়। প্রশ্নটা করা উচিত ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে। আপনি বুঝতে পারছেন সংসদ সদস্যরা কী পরিমাণ তথ্য-উপাত্ত নিয়ে প্রশ্ন করেন। সংসদ সদস্যকে অনুরোধ করবো তিনি সঠিক তথ্য জেনে আসেন, কোন মন্ত্রণালয়ের জন্য কী প্রশ্ন করবেন।’

জ্বালানি তেল দীর্ঘমেয়াদি চুক্তিতে না কিনে স্পট মার্কেট থেকে কেনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যখনই দীর্ঘমেয়াদি চুক্তি করেছি, সবাই মিলে সমালোচনা করেছেন। কেন স্পট মার্কেট থেকে ৫ ডলারে না কিনে দীর্ঘমেয়াদে গেলাম। এখন আবার সেটাকে উল্টিয়ে বলতে চাচ্ছেন কেন আমরা দীর্ঘমেয়াদে গেলাম না?’

মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
কৃষকরাই অর্থনীতির মূল চলনশক্তি: স্পিকার
কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন দ্রুত পাস করতে সংসদকে হাইকোর্টের পরামর্শ
সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী মাসে
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ