X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কন্যাসন্তানকে যৌন নির্যাতন, বাবাকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ১৯:৫৩আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৯:৫৩

নিজ কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বাবা আব্দুর রশিদকে বিচারিক আদালতে (ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে) আগামী চার দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মেয়ের মাকে আগামী চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন আদালত। এ সময়ের পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) তাদের আগাম জামিন আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

পরে এ মামলায় রশিদের আইনজীবী সাংবাদিকদের বলেন, এজাহারে অভিযোগ করা হয়েছে ২০১৮ সাল থেকে মেয়েকে বাবা যৌন নির্যাতন করে আসছে। আর বাবাকে সহযোগিতা করেছেন তার মা। যৌনকাজ থেকে বিরত থাকতে মেয়ে তার মায়ের সহযোগিতা চেয়েও পায়নি। এ জন্য মামলায় তাকে ২ নম্বর আসামি করা হয়েছে।

এ মামলার শুনানি শেষে আদালত ভুক্তভোগীকে হাজির করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ভুক্তভোগীকে আদালতে হাজিরের পর বিচারকের খাসকামরায় আসামিপক্ষের আইনজীবীর উপস্থিতিতে বিচারপতিদ্বয় মেয়েটির বক্তব্য শোনেন। পরে আদালতে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট।

মামলার এজাহার থেকে জানা গেছে, ১৪ বছর বয়স থেকেই বাবার যৌন নিপীড়নের শিকার হয়েছেন মেয়েটি। নিপীড়নের সময় বাবাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তার মা। পরে এসব ঘটনায় আইনের আশ্রয় নেয় মেয়েটি।

গত ৩ নভেম্বর ওয়ারী থানায় মামলাটি করা হয়। নারী ও শিশু আইনের ৯(১) গ ধারায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তবে চলতি বছরের ৩ জানুয়ারি পারিবারিকভাবে মেয়েটির বিয়ে হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ওই মামলায় হাইকোর্টে আগাম জামিন চান মেয়ের বাবা-মা। 

/বিআই/এনএআর/
সম্পর্কিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
গোবর ফেলা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, বড় ভাই নিহত
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের ইন্তেকাল
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি