X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

খবরের প্রতিবাদ জানিয়েছেন সেই উপ-পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২২, ২০:৫৭আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২১:১৩

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (কলেজ-২) এনামুল হাওলাদার ‘সেই উপ-পরিচালককে সরিয়ে দেওয়ার আবেদন শিক্ষকদের’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদে তিনি লিখেছেন, ‘আমাকে জড়িয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানেয়াট, যা সঠিক নয়। আমি মনে করি আমাকে সামাজিকভাবে হেওপ্রতিপন্ন এবং পেশাগত ক্ষতি করার জন্যই এরূপ মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী। বিধি অনুযায়ী আমার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। বিধি অনুযায়ী নিয়ন্ত্রিত কর্মকর্তাদের নির্দেশনা অনুসারে দায়িত্ব পালন করে থাকি এবং এককভাবে দাফতরিক কোনও সিদ্ধান্ত গ্রহণ করি না। আমি ওই প্রতিবেদনের বিষয়ে তীব্র প্রতিবাদ জানাই।’

প্রতিবাদের বিষয়ে প্রতিবেদকের বক্তব্য
উপ-পরিচালক (কলেজ-২) এনামুল হক হাওলাদার সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করলেও তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর গত ২ নভেম্বর তার অপসারণের জন্য আবেদন করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের পরিসংখ্যান বিষয়ের প্রভাষক মো. মোফাজ্জল হোসেন।

ভুক্তভোগী এই শিক্ষক উপ-পরিচালক এনামুল হক হাওলাদারের বিরুদ্ধে লিখিতভাবে বলেন, ‘লিখিত অভিযোগে তিনি বলেন, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়ে আপনার (সচিব) কাছে আমাদের অমীমাংসিত বিষয়টি নিষ্পত্তির জন্য আবেদন করতে বাধ্য হলাম। আমি কাছিকাটা কলেজে গভর্নিং বডির মাধ্যমে যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে এমপিওভুক্ত হয়েছি। জাল সার্টিফিকেট দিয়ে যারা নিয়োগ পেয়ে কর্মরত ছিলেন, তাদের ইনডেক্স না কাটায় আমাদের ইনডেক্স সচল করা যাচ্ছে না। এ জন্য আমরা যথাযথভাবে অধিদফতরে আবেদন করলেও দীর্ঘদিন এনামুল স্যার আমাদের কাজ আটকে রাখেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পূর্ববর্তীদের ইনডেক্স কাটার কথা থাকলেও তিনি কালক্ষেপণ করছেন। তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি অন্য শিক্ষকদের সঙ্গেও খারাপ আচরণ করেন।’

লিখিত আবেদনের ছবি

গত ৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের আবাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজের অর্থনীতির প্রভাষক শেখ হাবিবুর রহমান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন উপ-পরিচালক এনামুল হক হাওলাদারের বিরুদ্ধে।

তিনি লিখিত অভিযোগে তিনি জানান, আদালতের রায় অমান্য করে অসৎ উদ্দেশ্যে ফাইল আটকে রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক (কলেজ-২) এনামুল হক হাওলাদার।

লিখিত অভিযোগের ছবি

লিখিত অভিযোগে তিনি বলেন, ‘আমি এবং অন্য দুজন ২০১০ সালে প্রভাষক পদে এমপিওভুক্ত হয়ে এখন পর্যন্ত সন্তোষজনকভাবে দায়িত্ব পালন করে আসছি। ২০১৮ সালের নীতিমালা অনুসারে জ্যেষ্ঠতার ভিত্তিতে আট বছর পূর্ণ করে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি যোগ্যতা অর্জন করি ২০১৮ সালে। কিন্তু তা সত্ত্বেও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোটা অঙ্কের উৎকোচের দাবি করে রেজুলেশন করে তা বিলম্ব করেন, যা চাকরিবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অধ্যক্ষের উৎকোচের দাবি পূরণে ব্যর্থ হয়ে ২০২০ সালের ৩ মার্চ প্রতিকার চেয়ে আপনার (মহাপরিচালক) বরাবর আবেদন করলেও এনামুল হক হাওলাদার অধ্যক্ষের মতোই অসৎ উদ্দেশ্যে তা বাস্তবায়ন না করলে আমরা উচ্চ আদালতে রিট পিটিশন করি।’

আরও পড়ুন: সেই উপ-পরিচালককে পদ থেকে সরিয়ে দেওয়ার আবেদন শিক্ষকদের

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
সিকদার পরিবার ও দেশ টিভির এমডির বিরুদ্ধে ৪ মামলার সিদ্ধান্ত
সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে দুদকের ২ মামলা
শিবলী রুবাইয়াত ও ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
থামুন, শান্ত হোন: উপদেষ্টা মাহফুজ আলম
থামুন, শান্ত হোন: উপদেষ্টা মাহফুজ আলম
কাকরাইলে বাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
কাকরাইলে বাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
মুজারাবানির ৭ উইকেট, চালকের আসনে জিম্বাবুয়ে
মুজারাবানির ৭ উইকেট, চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বাধিক পঠিত
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
ধরুন, শিশুটি আপনার সন্তান
ধরুন, শিশুটি আপনার সন্তান