X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কম দামে ফুয়েল পাওয়া এভিয়েশন খাতের বড় চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২২, ২১:৫৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ২১:৫৫

বৈশ্বিক সংকটে দেশের অ্যাভিয়েশন খাত নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি বলেন, ‘বৈশ্বিক চ্যালেঞ্জের কথা যদি বলি, মূল চ্যালেঞ্জ হচ্ছে ফুয়েল। কম দামে ফুয়েল পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।  প্রতিবছর ফ্লাইটের সংখ্যা বাড়ছে। কাজেই কম দামে ফুয়েল সরবরাহ করাটা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দেশের এভিয়েশন ও পর্যটন খাতের মাধ্যমে বিশ্বের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ’ শীর্ষক সেমিনারে বেবিচক চেয়ারম্যান এসব তথ্য তুলে ধরেন।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আয়োজনে চলমান আন্তর্জাতিক পর্যটন মেলার অংশ হিসেবে এই সেমিনার বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শুরু হয়ে শেষ হবে ৩ ডিসেম্বর।

মফিদুর রহমান বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিও এভিয়েশন খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। এতে নানাভাবে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। এ ছাড়া অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারাও বড় চ্যালেঞ্জ। কারণ, অ্যাভিয়েশন হচ্ছে প্রযুক্তিনির্ভর খাত।

বিমানবন্দর ও এয়ারলাইনসগুলোয় যাত্রীসুবিধা নিশ্চিত করতে পারাও গুরুত্বপূর্ণ। ফলে আমাদের বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে সরকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ করছে।

তিনি আরও বলেন, অ্যাভিয়েশন এখন মানুষকে সংযোগ করতে পারছে। একই সঙ্গে জনসাধারণকে সম্পৃক্ত করতে পারছে। করোনাকালীন এভিয়েশনের মাধ্যমে ওষুধ এসেছে বিদেশ থেকে। আমাদের ব্যবসায়, পর্যটন, সেবাসহ অনেক খাতে কাজ করার সুযোগ আছে। বৈশ্বিকভাবেও বাংলাদেশ অ্যাভিয়েশন খাতে উন্নতির দিকে আছে। ব্যবসায় ট্যুর, বাণিজ্যিক ট্যুর, মেডিকেল ট্যুর, শিক্ষা ট্যুর অনেক ধরনের ট্যুর আছে। আর এই ট্যুর এগুলো আমাদের অর্থনীতিকে প্রভাবিত করে, অ্যাভিয়েশন ডিমান্ড বাড়ায়, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে।

সেমিনারব বেসামরিক বিমান পরিবহ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন বলেন, ট্যুরিজম এবং এভিয়েশন একে অপরের সঙ্গে সংশ্লিষ্ট একটি খাত। আমাদের দেশে যে এই খাতে বিপুল সম্ভাবনা আছে, এটা নিয়ে কারও সন্দেহ নেই। আমরা আশা করছি বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ সম্পন্ন হলে আমাদের ফ্লাইট সংখ্যা বাড়বে। সেই সঙ্গে অবকাঠামোগত উন্নয়নও হবে।

বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের বলেন, দেশে প্রায় এক হাজারের বেশি পর্যটন স্পট আছে, যার মধ্যে ৫০টি ট্যুরিস্ট গন্তব্য আগামী দিনে আন্তর্জাতিক মানের করে তৈরি করতে পারব, যা দেশের এভিয়েশন খাতকেও প্রভাবিত হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন আটাবের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব, মহাসচিব আব্দুস সালাম আরেফ, জনসংযোগ সচিব আতিকুর রহমান প্রমুখ।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ইসরায়েল থেকে ফ্লাইট আসার ব্যাখ্যা দিলো বেবিচক
ঈদের দিনে ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট এলো কেন?
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া