X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ব্লকরেইডের অংশ হিসেবে রাজধানীজুড়ে অভিযান, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ০১:২০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৩:১৭

হঠাৎ করে ব্লকরেইডের নামে রাজধানীজুড়ে অঘোষিত অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার অংশ হিসেবে মতিঝিলের ফকিরাপুল কালভার্ট রোডের মুখে হোটেল রহমানিয়ায় অভিযান চালিয়েছে পুলিশ। সন্ধ্যা সাতটার দিকে এই অভিযান চালানো হয়।

শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত।

তিনি বলেন, মতিঝিল থানা এলাকায় সব আবাসিক হোটেলে অভিযান চালানো হচ্ছে। আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে অভিযান। এটা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।

বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়েছে। তবে আজকের অভিযানে কাউকে আটক করা হয়নি। কী উপলক্ষে এই অভিযান শুরু করেছেন জানতে চাইলে ওসি বলেন, ১৬ ডিসেম্বরসহ বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে এই অভিযান চলছে। এটা বিজয় দিবস পর্যন্ত রুটিন ওয়ার্ক হিসেবে করা হবে।

এরআগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। রাত পৌনে ১০টার দিকে গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের দু'পাশে ব্যারিকেড ও তল্লাশি চৌকি বসায় পুলিশ। যাকে পুলিশ বলছে ব্লকরেইডের অংশ।

একইসঙ্গে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ব্যারিকেড বসানোর পর কার্যক্রম দেখতে আসেন গুলশান থানার ওসিসহ ডিএমপি গুলশান বিভাগের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তারা।

এছাড়া রাজধানীর গুলশান, বনানী, কাকলী ও দক্ষিণখানসহ উত্তরার বিভিন্ন এলাকায় ব্লকরেইড অভিযান চালিয়েছে পুলিশ। বিভিন্ন হোটেল ও মেসে জঙ্গি ও নাশকতা সন্দেহে অভিযান চালাচ্ছে তারা। তবে এখন পর্যন্ত কোনও গ্রেফতারের তথ্য জানায়নি পুলিশ।

এদিকে, বিএনপির রাজশাহী গণসমাবেশ থেকে ফেরার পথে যুবদল সভাপতি সালাহউদ্দিন টুকুসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে দলটি।

/এএইচ/এমএস/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি