X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ০২:২৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০২:২৮

নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে তাপমাত্রা ধীরে ধীরে কমছে, বাড়ছে উত্তরের হাওয়ার গতি, বাড়ছে শীতের তীব্রতা। শনিবার (৩ ডিসেম্বর) চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, তাপমাত্রা ছিল  ১১ দশমিক ৬ ডিগ্রি।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শনিবার চুয়াডাঙ্গায়৷ তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, আগামী দুইদিনের মধ্যে অর্থাৎ ৪৮ ঘণ্টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং এর আশেপাশে এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী পাঁচদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরএ কিছুটা কমে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল ১৩ অঞ্চল। এরমধ্যে তেঁতুলিয়া ১২ দশমিক ২, বদলগাছিতে ১২ দশমিক ৯, ঈশ্বরদীতে ১৩, যশোরে ১৩ দশমিক ৪, রাজারহাটে ১৩ দশমিক ৫,  গোপালগঞ্জে ১৪, রাজশাহী ও সৈয়দপুরে ১৪ দশমিক ৪, কুমারখালি, দিনাজপুর ও ডিমলায় ১৪ দশমিক ৫,  বরিশালে ১৪ দশমিক ৬ এবং সাতক্ষীরায় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশে রাতের ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়লেন মুসল্লিরা
গরম বাড়বে, আরও ৭২ ঘণ্টার সতর্কতা জারি
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…