X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাহাদুর শাহ পার্কে ক্যাফেটেরিয়া নির্মাণের প্রতিবাদে ফের বিক্ষোভ

আতিক হাসান শুভ
০৫ ডিসেম্বর ২০২২, ০১:৫৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০১:৫৪

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে একটি ফুড ব্রান্ডকে ক্যাফেটেরিয়া নির্মাণের জন্য ইজারা দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে ক্ষোভ জানিয়ে বেশ কয়েকবার আন্দোলন করেছেন পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা। আন্দোলনের মুখে স্থায়ীভাবে ক্যাফেটেরিয়া নির্মাণের কাজ বন্ধ করার ঘোষণাও দিয়েছিল ডিএসসিসি।

কিন্তু ডিএসএসির এই নির্দেশ অমান্য করে ফের স্থায়ীভাবে নির্মাণ করছে ইজারাদার। এ পরিপ্রেক্ষিতে রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাহাদুর শাহ পার্কে বিক্ষোভ কর্মসূচি করে পুরান ঢাকার স্থায়ী বাসিন্দারা ও ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদ।

‘বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে কোনোরূপ বাণিজ্যিক স্থাপনা মানি না মানবো না’, ‘ক্যাফেটেরিয়া নির্মাণের চলমান কাজ, অবিলম্বে বন্ধ করো, করতে হবে’, ‘সংস্কারের নামে স্মৃতিস্তম্ভে কোনও ধরনের পরিবর্তন মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা।

মূলত পার্কের ভেতরে স্থাপনা নির্মাণ, গ্যাসের আগুন জ্বালিয়ে রেস্তোরাঁ চালু করার ফলে গাছ ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে এবং হাঁটাহাঁটি পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের প্রতিবাদ সমাবেশ করেছে।

বাহাদুর শাহ পার্কে ক্যাফেটেরিয়া নির্মাণের প্রতিবাদে ফের বিক্ষোভ

এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান ও পরিচালনা করেন সদস্য সচিব আক্তারুজ্জামান খান। এ ছাড়া বক্তব্য দেন বাহাদুর শাহ পার্ক সান্ধ্য ভ্রমণকারী সমিতির উপদেষ্টা এ কে রিয়াজউদ্দীন, মো. কামাল হোসেন, বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল সাত্তার, আনোয়ার হোসেন, মো. মীরুজ্জামান খান মীরু, অন্যতম সদস্য মো. শাহ আলম ভূঁইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাহাদুর শাহ পার্ক প্রাতর্ভ্রমণকারী সংঘের অন্যতম সদস্য কাজী খসরু, বাহাদুর শাহ পার্ক প্রাতর্ভ্রমণকারী সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বাহাদুর শাহ পার্ক প্রাতর্ভ্রমণকারী সংঘের অন্যতম সদস্য এডভোকেট ইলিয়াছ, বাহাদুর শাহ পার্ক সান্ধ্য ভ্রমণকারী সমিতির মহিলা সম্পাদক সামছুন নাহার, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাহাজানুর রহমান সাজু, কবি-গীতিকার-সুরকার-গণসংগীতশিল্পী ঢালী মোহাম্মদ দেলোয়ার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির সহসাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রকাশ দত্ত, দফতর সম্পাদক সাবেক ছাত্রনেতা আতিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি সোয়েবুর রহমান।

বক্তারা বলেন, পুরান ঢাকার পার্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজসহ অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ পুরান ঢাকার মানুষের বিনোদন ও অবসর সময় কাটানোর একমাত্র জায়গা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অযৌক্তিক, অপরিণামদর্শী ও গণবিরোধী সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করা হোক।

বাহাদুর শাহ পার্কে ক্যাফেটেরিয়া নির্মাণের প্রতিবাদে ফের বিক্ষোভ

তারা আরও বলেন, জনস্বার্থবিরোধী এ সর্বনাশা সিদ্ধান্ত বাতিল করার জন্য আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের প্রতি অনুরোধ করেছি। গত ৩১ অক্টোবর স্থানীয় কাউন্সিলরদের (৩৬, ৩৭, ৪২, ৪৩ নং ওয়ার্ড) মাধ্যমে মেয়রকে, ৩ নভেম্বর ঢাকা জেলা প্রশাসক, ৫ নভেম্বর ঢাকা-৬ আসনের সংসদ সদস্য, ৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও প্রধান সম্পদ কর্মকর্তার কাছে গণস্বাক্ষরের ফটোকপিসহ স্মারকলিপি পেশ করেছি। এর ধারাবাহিকতায় ১০ নভেম্বর মেয়রের আমন্ত্রণে সংগ্রাম পরিষদ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগরের ১৬ জন প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাৎ করে।

তারা আরও বলেন, প্রতিনিধিদের পক্ষ থেকে পার্কের অভ্যন্তরে রেস্তোরাঁ নির্মাণকাজ বন্ধ, ‘১৮৫৭ সালের শহীদদের স্মরণে’ লেখাটি পুনঃস্থাপন ও পার্কের নিরাপত্তার প্রয়োজনে পার্কের সীমানাবেষ্টনী দেওয়ার দাবি করা হয়। মেয়র আমাদের ন্যায়সংগত দাবিসগুলোর যৌক্তিকতা স্বীকার করে সেগুলো বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন। কিন্তু সম্প্রতি ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান স্বাধীনতা সংগ্রামের শহীদবেদির মর্যাদা বিনষ্ট করে স্মৃতিস্তম্ভের সামনেই চুলা জ্বালিয়ে খাদ্যদ্রব্য তৈরি করে তা বিক্রি শুরু করেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং পার্কের গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। পার্কে প্রাত ও সান্ধ্য ভ্রমণকারীদের শরীরচর্চার স্বাভাবিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের সদস্য সচিব আক্তারুজ্জামান খান বলেন, নিরাপত্তার স্বার্থে পার্কের চারপাশে সীমানাবেষ্টনী নির্মাণ করতে হবে। না হয় উদ্ভূত পরিস্থিতির জন্য যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় কোনোভাবেই সংগ্রাম পরিষদের ওপর চাপানো যাবে না।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরান ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিমের মাধ্যমে মেয়র বরাবর স্মারকলিপি দেন।

/এনএআর/
সম্পর্কিত
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা