X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ব্রাসেলস যাচ্ছে সংসদীয় প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ২১:৪৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২১:৪৫

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমন্ত্রণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদীয় প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে পাঁচ সদস্যের দলটির সোমবার (৫ ডিসেম্বর) রাতেই ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ফারুক খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, আব্দুস সালাম মুর্শেদী, অপরাজিতা হক ও জাতীয় পার্টির সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল।

মুহাম্মদ ফারুক খান বলেন, ‘আমরা ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলসে যাচ্ছি। তিন দিনের এ সফরে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। ইইউ ও বাংলাদেশের সম্পর্কের মাধ্যমে কী কী উন্নতি হয়েছে, সেগুলো ছাড়া কোনও চ্যালেঞ্জ থাকলে, তা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নে করণীয় নিয়েও কথা হতে পারে।’

ইইউ বাংলাদেশের বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার। দেশের রফতানি বাণিজ্যের ৫২ শতাংশ ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে হয়। অস্ত্র ছাড়া সবকিছুই শুল্ক মুক্তভাবে বাংলাদেশ রফতানি করতে পারে। ইইউ’র সংসদীয় সমিতির সভাগুলো ব্রাসেলসে অনুষ্ঠিত হয়।

আগামী নির্বাচন ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে জানান ফারুক খান। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে যদি কোনও কথা বলে তারা, তাহলে সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো। কারণ, আমরা বাংলাদেশে একটি ভালো নির্বাচন চাই। এটা তারও চায়।’

তিন দিনের এ সফর শেষে প্রতিনিধি দলের সদস্যদের ১০ ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ঘরে নারীদের কাজের আর্থিক মূল্য নির্ধারণে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
খাদ্যের অপচয় রোধে সবাইকে সচেতন করার পরামর্শ সংসদীয় কমিটির
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান