X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
মানবতাবিরোধী অপরাধ

ওসমান ফারুককে গ্রেফতারে আবেদন করবে তদন্ত সংস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৩২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৩২

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় চারদলীয় জোট সরকারের আমলে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা। একইসঙ্গে আসামিকে গ্রেফতারের জন্য দ্রুতই আবেদন জানাবে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ধানমন্ডির কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮৭তম তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির প্রধান সানাউল হক বলেন, তার (ড. ওসমান ফারুক) বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে আছে। আশা করি দ্রুতই তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল করতে পারবো। তারিখটা বলছি না। তবে শিগগিরই দাখিল করবো। প্রতিবেদন দাখিলের সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানাবো।

ড. ওসমান ফারুকসহ ১১ জনের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে বলে ২০১৬ সালের ৪ মে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সানাউল হক। সেই দিন তিনি বলেছিলেন, তাদের বিরুদ্ধে পাওয়া এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত করা হচ্ছে।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দাবি, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ওসমান ফারুকসহ ১১ জন শিক্ষক-কর্মকর্তা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে অংশ নেন। সেখানে একটি টর্চার সেলও ছিল। ওই তালিকা অনুসারে তদন্ত করা হয়েছে।

তদন্ত সংস্থা জানায়, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ওসমান গণির ছেলে ড. ওসমান ফারুক মুক্তিযুদ্ধ চলাকালে ওই বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইকোনমি অনুষদের রিডার ছিলেন। অন্য ১০ জনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তা ছিলেন।

তবে ওসমান ফারুক বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান।

/বিআই/এমএস/
সম্পর্কিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদার
মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ জনের যাবজ্জীবন
মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ আসামির রায়ের তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা