X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হোটেলের ‘নগর করে’ বড় ছাড় দিচ্ছে ডিএনসিসি

রাশেদুল হাসান
০৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪:২৫

আদর্শ কর (ট্যাক্স) তফসিল ২০১৬ অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন পাঁচ,  চার ও তিন তারকা হোটেলে অবস্থানকারীদের কক্ষের ভাড়া থেকে পাঁচ,  চার ও তিন শতাংশ হারে নগর কর নেবে সিটি করপোরেশন। দক্ষিণ সিটি করপোরেশন তাই নিচ্ছে। কিন্তু বিমানবন্দর থেকে কাছে হওয়া সত্ত্বেও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর করে দিচ্ছে বড় ছাড়। এর ফলে একই শহরে বড় কর বৈষম্য তৈরি হতে যাচ্ছে।

ডিএনসিসি কর্মকর্তারা জানিয়েছেন, কর্তৃপক্ষ পাঁচ,  চার ও তিন তারকা মানের হোটেলের জন্য যথাক্রমে ১ দশমিক ৫ শতাংশ,  ১ শতাংশ ও শূন্য দশমিক ৭৫ শতাংশ কর নির্ধারণ করেছেন।চলতি জানুয়ারি থেকেই এটা কার্যকর হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হোটেলগুলো থেকে নগর কর আদায় করা হচ্ছে ২০১৯ থেকে। পাঁচ, চার ও তিন তারকা হোটেল থেকে যথাক্রমে পাঁচ, চার ও তিন শতাংশ হারে নগর কর নেওয়া হচ্ছে। এদিকে উত্তর সিটি করপোরেশনে অবস্থিত ১২টি হোটেল ২০২৩ সাল নাগাদ চার বছর ধরে করমুক্ত সুবিধা ভোগ করছে। যদিও আদর্শ কর তফসিল অনুযায়ী ২০১৬ থেকেই আদায় করার কথা এ কর।

ডিএনসিসি’র রাজস্ব বিভাগের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, সিদ্ধান্তটি হোটেল মালিকদের সঙ্গে বসে নেওয়া হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯তম সভায় এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। হোটেল মালিকদের ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে কর আদায় করতে বলা হয়েছে।

বিষয়টি নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন একজন কর কর্মকর্তা বলেন, আইন প্রণয়ন করে সরকার। সিটি করপোরেশন এভাবে কর কমাতে পারে না। এখন তো আমাদের নগর কর আদায়ে সমস্যা হবে। হোটেল মালিকরা করনীতি নিয়ে প্রশ্ন তুলবেন। এ নগর কর আদায় করতে গিয়ে সিটি করপোরেশনের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। এখন উচ্চ  আদালতের সিদ্ধান্তে কর আদায় হচ্ছে। এখন যদি মামলা-মোকদ্দমা হয়, কর যা আদায় হতো তাও বন্ধ হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, আমরা তাদের (হোটেল মালিক) নিয়ে বসেছিলাম। তাদের এত বেশি কর দেওয়ার নিয়ে আপত্তি আছে। করোনাসহ বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। এজন্য আমরা কমিয়ে দিয়েছি। পাঁচ তারকা মানের হোটেলের জন্য ১ দশমিক ৫, চার তারকা মানের হোটেলের জন্য এক ভাগ ও তিন তারকা মানের হোটেলে শূন্য দশমিক ৭৫ ভাগ কর ধার্য করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনে সর্বোচ্চ পাঁচ, চার ও তিন ভাগ নেওয়ার কথা বলা আছে। তবে কর্তৃপক্ষ ইচ্ছে করলে কমাতেও পারবে।

এ ব্যাপারে ডিএসসিসি মেয়র আতিকুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা যায়নি।

দক্ষিণ সিটি সূত্রে জানা গেছে, তাদের আওতাধীন চার ও তিন তারকা মানের রাজমণি ঈশা খাঁ হোটেল, ফারস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল ও হোটেল ৭১ লিমিটেড ২০১৯ সালের জুলাই থেকেই নগর কর পরিশোধ করছে। তবে এই সিটির ভেতরে থাকা একমাত্র পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ কর পরিশোধ করছে না। 

উত্তর  সিটির  সূত্র জানিয়েছে, তাদের এলাকায় কর আদায়যোগ্য ১২টি তারকা মানের হোটেল রয়েছে। হোটেলগুলো হলো ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টস, লা মেরিডিয়ান, ঢাকা ডরিন হোটেল, সিক্স সিজনস হোটেল লিমিটেড, হোটেল সারিনা, সোনারগাঁও হোটেল, দা ওয়েস্টিন, হোটেল সুইট ড্রিম, রেনেসাঁ হোটেল, ম্যাপললিফ হোটেলস অ্যান্ড রিসোর্ট, গ্র্যান্ড প্রিন্স হোটেল এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।

উল্লেখ্য,  ২০০৯-এর ৮৪ নম্বর ধারার ক্ষমতাবলে প্রণয়ন করা হয় ‘আদর্শ কর তফসিল সংশোধিত ২০১৬’।

আরও পড়ুন-

তারকা মানের হোটেল থেকে কর: ডিএসসিসি পাচ্ছে, ডিএনসিসি পায় না

/এফএস/
সম্পর্কিত
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়