X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডিআরইউতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরামের ‘পৌষ উৎসব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৩, ২০:০৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২০:০৫

‘মাটি তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয়’ এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকা (বিজেএফডি) ‘পৌষ উৎসব’। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে অংশ নেন রাজধানীর ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক এবং ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী বিভিন্ন আমলা, শিক্ষক ও প্রকৌশলী। পৌষ উৎসবে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী চিতই, পাটিসাপটা, মেরা, পোয়া, ভাপা, পাক্কন, সমুচা, বার হান্দেস ও নারকেলের পুলিসহ বাহারি পিঠার স্বাদ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি পুঁথিপাঠের আয়োজনও অনুষ্ঠানের নতুন মাত্রা যোগ করে।

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সব পিঠার পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন বলে জানান ‘পৌষ উৎসব উদযাপন’ কমিটির আহ্বায়ক ও সমকালের স্টাফ রিপোর্টার সাজিদা ইসলাম পারুল।

অনুষ্ঠানে দেশের ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে রাখতে যার যার অবস্থান থেকে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজাসহ সংগঠনের নেতারা।

বিজেএফডি সভাপতি ও গ্লোবাল টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির সিনিয়র বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন- বিজেএফডি‘র সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সারাবাংলার বিশেষ প্রতিনিধি গোলাম সামদানী, মানবজমিনের নির্বাহী সম্পাদক শামিমুল হক, সাংবাদিক নেতা জাকারিয়া কাজল, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন, উপ-সচিব জিহাদ উদ্দিন, ঢাবি অধ্যাপক সন্তোষ কুমার দেব, অধ্যাপক ড. শরিফ উদ্দিন, এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদসহ আরও উপস্থিত ছিলেন বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ, ক্র্যাবসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
সংবাদ সংগ্রহের জেরে ৪ সাংবাদিককে মারধরের অভিযোগ, পাল্টাপাল্টি মামলা
২ হাজার কোটি টাকা পাচার মামলা: ঢাকা টাইমসের সম্পাদক কারাগারে
বাংলাদেশে বৈশ্বিক গণমাধ্যম তৈরিতে সহযোগিতা করবে কাতার
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!