X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভিসা জালিয়াত চক্রের বিষয়ে সতর্ক করলো মার্কিন দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৩, ১৮:৪১আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২০:১১

বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে চুক্তি করে অভিনব প্রতারণার মাধ্যমে মার্কিন ভিসা নিয়ে জালিয়াতির অভিযোগে চক্রের ছয় জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ধরনের জালিয়াত চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় আমেরিকার দূতাবাস।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভুল তথ্য ও কাগজপত্র দেওয়া হলে ভিসা না দেওয়াসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সফর অনিশ্চিত হবে বলে সাবধান করা হয়। দূতাবাস থেকে ভিসার জন্য দালাল না ধরে নিজেই ফরম পূরণের জন্যও অনুরোধ করা হয়েছে। কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেখানে যে তথ্য দেওয়া হবে সেটির জন্য ভিসা আবেদনকারী দায়ী থাকবেন।

জানা গেছে, গত তিন বছর ধরে ‘ট্রাভেলস ডায়েরি’ নামে একটি এজেন্সির মালিক ওয়াহিদ উদ্দিন (৩৮) ও তার সহকারী শফিকুল ইসলাম সুমন (৩৭) এবং আরও কয়েকজন পরস্পর যোগসাজশে মালদ্বীপ, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের জাল সিল যুক্ত করে পাসপোর্ট ‘ভারী’ করে। দূতাবাসে ভিসার আবেদন জমা দেওয়ার পর দূতাবাসের কর্মকর্তাদের কাছে ভিসা এবং সিল অসঙ্গতিপূর্ণ মনে হলে তথ্য যাচাই করে বিষয়টির প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে পারেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হলে ৬ প্রতারককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, এই চক্রটি লোকজনদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে আমেরিকার ভিসা পাইয়ে দেওয়ার জন্য তিন বছর ধরে এ ধরনের অপতৎপরতা চালিয়ে আসছিল। এ চক্রের অনেকেই বিভিন্ন ট্রাভেল এজেন্টের মালিক এবং এর সঙ্গে সম্পৃক্ত।

তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ ও নির্গমনের জাল স্ট্যাম্পও বিক্রি করতো বলে জানিয়েছে দূতাবাস।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ