X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

উপযুক্ত মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রবেশন দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৮:৫১আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮:৫১

উপযুক্ত মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রবেশন দেওয়ার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব এবং আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মাদ মিসবাহ উদ্দিন ও  মো. আশরাফুল ইসলাম।

পরে আইনজীবী মো. আসাদ উদ্দিন জানান, হাইকোর্ট প্রবেশন আইনের ৫ ধারা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রবেশন দিতে নিম্ন আদালতকে নির্দেশনা দেওয়ার আদেশ এবং পৃথক প্রবেশন বিভাগ প্রতিষ্ঠার আদেশ কেন দেওয়া হবে না মর্মে চার সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ হিসাবে নিম্ন আদালতকে উপযুক্ত মামলায় আইন অনুযায়ী প্রবেশন দেওয়ার নির্দেশনা দেন।

তিনি আরও জানান, প্রবেশন আইনের ৫ ধারা অনুযায়ী পুরুষ আসামিদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড এবং দণ্ডবিধির নির্দিষ্ট কয়েকটি ধারায় অপরাধের দণ্ড ব্যতিত যেকোনও দণ্ডের ক্ষেত্রে প্রবেশন পেতে পারে। নারী আসামি মৃত্যুদণ্ড বাদে যে কোনও দণ্ডের ক্ষেত্রে প্রবেশন পেতে পারে। কিন্তু বাস্তবতা হলো, অত্যন্ত স্বল্প দণ্ডের মামলাও ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা আদালত, হাইকোর্ট বিভাগ ঘুরে আপিল বিভাগ পর্যন্ত চলে আসছে। অথচ এমন অসংখ্য মামলা আছে যেগুলোতে প্রবেশন আদেশ হলে প্রথম কোর্টেই শেষ হয়ে যেতে পারতো। এমনিভাবে মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে দীর্ঘ সময় যায়। মামলা জট তৈরি হয়।

প্রবেশন বলতে বোঝায়, কোনও অপরাধীর প্রাপ্য সাজা স্থগিত রাখা। তাকে কারারুদ্ধ না রেখে বা কোনও প্রতিষ্ঠানে আবদ্ধ না রেখে সমাজে খাপ খাইয়ে চলার সুযোগ দেওয়া।

সারাদেশে ৬৮টি কারাগারে অনুমোদিত বন্দি সংখ্যা ৪২ হাজার ৬২৬ জন। কিন্তু ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দেওয়া কারা অধিদফতরের তথ্য অনুযায়ী, কারাগারের মোট বন্দি সংখ্যা ছিল ৮২ হাজার ৪৯৮ জন। এতে কারা ব্যবস্থাপনা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বন্দিদের শারীরিক ও মানসিক নিরাপত্তা, সংশোধনের পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে।

এর আগে এ বিষয়ে ১১ আইনজীবী রিট দায়ের করেন। তারা হলেন- মো. আসাদ উদ্দিন, মো. জোবায়দুর রহমান, মোহাম্মদ মিসবাহ উদ্দিন, আল রেজা মো. আমির, মো. রেজাউল ইসলাম, কে এম মামুনুর রশিদ, মো. আশরাফুল ইসলাম, শাহীনুর রহমান, আলাউদ্দিন, রেজাউল করিম এবং মোহাম্মদ হারুন।

/বিআই/এফএস/
সম্পর্কিত
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
এবারের আবেদনেও জামিন পাননি জবির সহকারী প্রক্টর
সর্বশেষ খবর
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক
রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগবিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে