‘ব্র্যাক হোপ ফেস্টিভ্যাল ২০২৩’ কে সামনে রেখে মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে রাজধানীজুড়ে শুরু হয়েছে বিভিন্ন আয়োজন। এ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে হতে যাচ্ছে ফ্ল্যাশমব, তৈরি হচ্ছে ইনস্টলেশন আর্ট ও কিয়স্ক। আগামী ৯-১১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা নিয়ে আসছে ‘ব্র্যাক হোপ ফেস্টিভ্যাল’।
২৬ জানুয়ারি দ্বিতীয় ফ্ল্যাশমব অনুষ্ঠিত হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। শেষটা হবে তেজগাঁও আড়ং ফ্ল্যাগশিপ স্টোরে ৩ ফেব্রুয়ারি। আর ২৫ জানুয়ারি থেকে বসবে আর্ট ইনস্টলেশন। ২৪ জানুয়ারি থেকে খুলছে কিয়স্ক।
অনলাইনে রেজিস্ট্রেশনের পাশাপাশি, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রেজিস্ট্রেশন কিয়স্কগুলো বসানো হবে। এখানে আগতরা রেজিস্ট্রেশনের পাশাপাশি নানান সামাজিক সমস্যার সমাধান (শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন ও মানসিক স্বাস্থ্য) নিয়ে নিজেদের আইডিয়াও জমা দিতে পারবেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আমরা বিশ্বাস করি, অংশীদারিত্ব ছাড়া কোনও সামাজিক পরিবর্তন সম্ভব নয়। বাধা মোকাবিলায় নতুন ও উদ্ভাবনী সমাধান নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
হোপ ফেস্টিভ্যালে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহ-আয়োজক প্রতিষ্ঠানগুলো হচ্ছে— বিকাশ, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।