X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডলার-রুপির জাল নোট বিদেশে পাচার করতো চক্রটি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২২

প্রায় ৮-৯ বছর ধরে বিভিন্ন মূল্যমানের জাল নোট, ভারতীয় রুপি, আমেরিকান ডলারসহ রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুত করে আসছিল একটি চক্র। ঢাকার বিভিন্ন এলাকায় স্বল্প মেয়াদে বাসা ভাড়া নিয়ে এ কাজ করতো চক্রের সদস্যরা। পুলিশের দাবি, বর্তমানে ডলার সংকটের সুযোগে ডলারের জাল নোট তৈরি করে বাজারে ছাড়ছিল চক্রটি। রুপি ও ডলারের জাল নোট তৈরি করে বিদেশে পাচারও করছিল তারা। অনেকেই কম দামে এসব ডলার কিনে প্রতারিত হচ্ছিলেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। এর আগে বুধবার (১ জানুয়ারি) ওই চক্রের চার সদস্যকে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– উজ্জল দাস ওরফে সোবহান শিকদার (৩৪), আব্দুর রশিদ (৫৫), মমিনুল ইসলাম (৪৬) ও শাহ মো. তুহিন আহমেদ ওরফে জামাল (৪০)।

উদ্ধার মালামাল

এ সময় তাদের কাছ থেকে ২৭ লাখ টাকা মূল্যের রুপি ও ডলারের জাল নোট, ১ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল নোট তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গত বুধবার দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা উজ্জল দাসকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দারুস সালামের একটি বাসা থেকে রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুতকালে বাকি তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, চক্রটি মতিঝিল এলাকা থেকে নোট-স্ট্যাম্প তৈরির প্রয়োজনীয় কাগজ, নয়াবাজার ও মিডফোর্ট থেকে রঙ এবং ফয়েল সংগ্রহ করতো।

উদ্ধার মালামাল

তিনি আরও বলেন, সারা দেশে তাদের এজেন্ট রয়েছে। প্রথম পর্যায়ে এক কোটি টাকা মূল্যের রুপি-ডলারের জাল নোট ১০ লাখে, এরপর ২০ লাখ টাকা মূল্যের রুপি-ডলারের জাল নোট ৫০ লাখে বিক্রি করতো। এজেন্টদের চাহিদা অনুযায়ী যেকোনও পরিমাণের জাল নোট প্রস্তুত করে দিতো। বাংলাদেশি টাকার ক্ষেত্রে তারা ১০০ ও ২০০ টাকার নোট জাল করতো।

ডিবি প্রধান বলেন, তাদের কাছে যে পরিমাণ জাল টাকা তৈরির কাগজ এবং অন্যান্য উপকরণ পাওয়া গেছে তা দিয়ে আগামী রমজান ও ঈদুল ফিতরে প্রায় ২০০ কোটি টাকার জাল নোট ও রেভিনিউ স্ট্যাম্প বাজারে ছাড়তে পারতো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সস্তায় পেয়ে তাদের কাছ থেকে ডলার কিনে অনেকে প্রতারিত হচ্ছিলেন। এর দায় যিনি কিনবে তারই। কারণ ডলার কেনা উচিত ব্যাংক অথবা কোনও অনুমোদিত মানি এক্সচেঞ্জ থেকে। আমরা এই চক্রটিকে সেদিন গ্রেফতার না করলে পরদিনই জাল নোট আর স্ট্যাম্প বাজারে চলে যেতো। তাদের কিছু এজেন্টের নাম পেয়েছি। এসব নিয়ে আমরা কাজ করছি।

 

 

 

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
ঈদের ছুটিতে ভ্রমণের আড়ালে ইয়াবা পাচার, গ্রেফতার ২
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!