X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বিভিন্ন রায়ের মাধ্যমে স্মরণীয় থাকবেন বিচারপতি নাজমুল আহসান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৪

সুপ্রিম কোর্টের মরহুম বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের জীবনাদর্শ সবার অনুসরণ করা উচিত। রবিবার (৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের শুরুতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সহধর্মিণী নিলুফা শামসুননাহার সূচনা বক্তব্য দেন।

এ সময় আলোচকরা বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনার সৌভাগ্য সবার হয় না। দেশপ্রেমিক মানুষ হিসেবে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান যেমন মুক্তিযুদ্ধ করেছেন, তেমনি সাধারণ মানুষের কাতারে এসে তিনি একসময় রাজনীতির মাধ্যমে শোষিত মানুষের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান শুধু একজন ভালো বিচারকই ছিলেন না, তিনি ছিলেন একজন সার্থক স্বামী ও সফল পিতা। তিনি তার রাজনীতিতে, কর্মে ও রায়ে সাধারণ মানুষের কথা বলেছেন বারবার। তিনি একজন সৎ ও স্পষ্টবাদী মানুষ ছিলেন।

সভাপতির বক্তব্যে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান নাজমুল আহসানের দেওয়া রায়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান একজন ভালো ও ন্যায়নিষ্ঠ বিচারক ছিলেন। তিনি তার রায়ের মাধ্যমে এ দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন চিরকাল।

পরে স্মরণসভায় মরহুম বিচারপতি এফ আর এম নাজমুল আহসানকে নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার তোফায়েল হাসানের সঞ্চালনায় স্মরণসভায় সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ২০২২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। তবে শপথ গ্রহণের আগেই করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
ব্যারিস্টার খোকনকে সুপ্রিম কোর্ট বারের সভাপতি পদে দায়িত্ব গ্রহণে বারণ
ভুটানের রাজাকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!