X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু: রাষ্ট্রপক্ষ মামলা না করায় হাইকোর্টের অসন্তোষ

বাহাউদ্দিন ইমরান
২৭ মার্চ ২০২৩, ২২:৪১আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২২:৪১

নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় রাষ্ট্র বাদী হয়ে মামলা না করায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর সোমবার (২৭ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

শুনানিকালে আইনজীবী মনোজ কুমার ভৌমিক প্রকাশিত সংবাদটি উপস্থাপন করে আদালতকে বলেন, ‘গত  বুধবার (১৯ মার্চ) তাকে (সুলতানা জেসমিনকে) আটক করে হেফাজতে নেয় র‌্যাব। আটক  করার ৩১ ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা হয়। আর  হেফাজতে নেওয়ার পর অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গত শুক্রবার (২৪ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় সুলতানা জেসমিনের মৃত্যু হয়। তার মাথায় আঘাত পাওয়ার কথা বলা হয়েছে। আমি খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি— এখনও পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি। তবে নিহতের পরিবারের অভিযোগ— র‌্যাবের হেফাজতে ওই নারীর  মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ সত্য হলে এটি খুবই গুরুতর অভিযোগ। বিষয়টির তদন্ত হওয়া উচিত।’

এ সময় হাইকোর্ট সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদকে উদ্দেশ করে বলেন, ‘এই মুহূর্তে খোঁজ নিন, কোনও মামলা হয়েছে কিনা। ১৫ মিনিটের মধ্যে খোঁজ নিয়ে জানান।’

পরে রাজশাহী মহানগর পুলিশের কমিশনারের কাছে খোঁজ নেওয়ার পর সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ আদালতকে বলেন, ‘গত ২৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। সুরতহাল, ময়নাতদন্তের পর যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

 

এ ঘটনায় কোনও মামলা হয়েছে কিনা জানতে চাইলে আবুল কালাম খান দাউদ আদালতকে জানান, ‘রাষ্ট্র তো মামলা করে না। নিহতের পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত কোনও মামলা করেনি।’

এ সময় আদালত উষ্মা প্রকাশ করে বলেন, ‘কে বলেছে রাষ্ট্র মামলা করতে পারে না? কোথায় পেয়েছেন? পরিবারের সদস্যরা মামলা করেনি তো কী হয়েছে? রাষ্ট্রের কি কোনও দায়িত্ব নেই? অনেক ক্ষেত্রেই রাষ্ট্র মামলা করতে পারে। অভিযোগ উঠেছে হেফাজতে এই নারীর মৃত্যু হয়েছে। সারা দেশে এ নিয়ে আলোচনা চলছে।’

পরে ভিকটিমের মাথায় আঘাতের বিষয়ে ময়নাতদন্ত প্রতিবেদনে কী বলা হয়েছে— সে বিষয়ে জানতে চাইলে আবুল কালাম খান দাউদ আদালতকে বলেন, ‘এ বিষয়গুলো জানতে হলে সময় দিতে হবে। ময়নাতদন্তের রিপোর্টটি আনতে হবে।’

তখন আদালত বলেন, ‘এখনই ফ্যাক্স করে ময়নাতদন্ত প্রতিবেদন পাঠাতে বলেন। পত্র-পত্রিকায় এসেছে, ওই নারীর মাথায় আঘাতের কথা বলেছেন চিকিৎসকরা। কিন্তু পত্রিকার প্রতিবেদন ধরে তো আর বিচার করা যাবে না। আমাদের দেখতে হবে— আগে থেকেই মাথায় ইনজুরি ছিল কিনা, নাকি নতুন ইনজুরি হয়েছে এবং সে ইনজুরির কারণে তার মৃত্যু হয়েছে কিনা। কেন তাকে হেফাজতে নেওয়া হয়েছিল? কারা হেফাজতে নিয়েছিল? কে বা কারা জিজ্ঞাসাবাদ করেছে? নাম-পদবীসহ বিস্তারিত উল্লেখ করে আমাদের জানান। আমি শুধুমাত্র পত্রিকার সংবাদের ওপরেই নির্ভর করবো না।’

রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে আদালত আরও বলেন, ‘দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে দেখতে যে, আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করেন কিনা। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সবাইকে মিলেই তা নিশ্চিত করতে হবে। আমরা শুধুমাত্র বিচার না, ন্যায়বিচারের জন্য বসেছি, এটি খুবই গুরুত্বপূর্ণ।’

এরপর আদালত আইনজীবী মনোজ কুমার ভৌমিককে নিহতের পরিবারের কাছ থেকে খোঁজ খবর নিয়ে আদেশের বিষয়ে আবেদন নিয়ে আসতে বলেন। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানি ও আদেশের জন্য  মঙ্গলবার (২৭ মার্চ) দিন নির্ধারণ করেন।

জানা গেছে, সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‌্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ মার্চ তাকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। নিহতের স্বজনদের অভিযোগ— হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোও মামলা দায়ের করা হয়নি।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ইজিবাইক হারিয়ে নিঃস্ব সেই চালকের পাশে দাঁড়ালো র‌্যাব
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের ইন্তেকাল
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়