X
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
২ ফাল্গুন ১৪৩১

ঈদ উপলক্ষে চলবে আট জোড়া বিশেষ ট্রেন: রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ১২:৫৭আপডেট : ৩০ মে ২০২৩, ১৩:০৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আট জোড়া বিশেষ ট্রেন রাজধানী থেকে চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আগামী ১৪ জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। 

মঙ্গলবার (৩০ মে) রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। 

গত ২৪ মে রেল ভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ‘ট্রেনের আগাম টিকিট বিক্রি সংক্রান্ত’ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গত ঈদের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে চারটি কাউন্টারে। ঈদযাত্রায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। এ ছাড়া ২৪ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে।

মন্ত্রী জানান, আগাম টিকিটের ক্ষেত্রে ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট; একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের; ১৬ জুন ২৬ জুনের; ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট।

ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। সেই হিসাবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে। এ ছাড়া ঈদকে কেন্দ্র করে পূর্বাঞ্চলে ১১৬টি ও পশ্চিমাঞ্চলে ১০২টি মিলিয়ে মোট ২১৮টি অতিরিক্ত ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে আট জোড়া বিশেষ ট্রেন পরিচালিত হবে। আগের পাঁচদিন এবং ঈদের পরে পাঁচদিন এই বিশেষ ট্রেনগুলো চলবে।’

তিনি জানান, অতিরিক্ত যাত্রীর চাপে অনলাইনে টিকিট কাটার সময় রেলওয়ের সার্ভার ডাউন হওয়া ঠেকাতে দুই শিফটে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত হয় সভায়। এর ফলে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।

আগামী ৪ জুন থেকে ঢাকা-চিলাহাটি রুটে ‘চিলাহাটি এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সার্ভিস উদ্বোধন করবেন।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
চট্টগ্রামে মাঝপথে বসন্তবরণ উৎসব বন্ধ, অনুমতি বাতিল করলো রেলওয়ে
বসতে চাওয়ায় ‘অসুস্থ’ সেনাসদস্যকে মারধর, রেলওয়ের গার্ডসহ তিন জন কারাগারে
যমুনা রেলসেতুপারাপারে গতি এলেও এখনই বাণিজ্যিক সুবিধা পাচ্ছে না রাজশাহী অঞ্চল
সর্বশেষ খবর
‘আড়াই বছর পরও আমার ছেলে অপবাদ থেকে মুক্ত হতে পারেনি’
‘আড়াই বছর পরও আমার ছেলে অপবাদ থেকে মুক্ত হতে পারেনি’
আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলাই সনদ তৈরি করা: প্রধান উপদেষ্টা
আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলাই সনদ তৈরি করা: প্রধান উপদেষ্টা
বিনা মেঘে বজ্রপাত, শুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল
বিনা মেঘে বজ্রপাত, শুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল
অটোরিকশা ছিনতাই করতে ফালান মিয়াকে হত্যা করেছিল তারা
অটোরিকশা ছিনতাই করতে ফালান মিয়াকে হত্যা করেছিল তারা
সর্বাধিক পঠিত
কবি সোহেল হাসান গালিব কারাগারে
কবি সোহেল হাসান গালিব কারাগারে
ভালোবাসা দিবসে শহরের রাস্তায় উত্ত্যক্তের শিকার নারী সমন্বয়ক
ভালোবাসা দিবসে শহরের রাস্তায় উত্ত্যক্তের শিকার নারী সমন্বয়ক
ভারতের কাছে ট্রাম্পের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান
ভারতের কাছে ট্রাম্পের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান
আমরা চাই না অযোগ্য শাসক আমাদের শাসন করুক: হাসনাত আবদুল্লাহ
আমরা চাই না অযোগ্য শাসক আমাদের শাসন করুক: হাসনাত আবদুল্লাহ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন