X
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
২৫ অগ্রহায়ণ ১৪৩০

আইজি প্রিজন্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সচিবকে আপিল বিভাগে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ১২:১৩আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:০৭

আদালতের আদেশ অমান্য করায় আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ৪ ডিসেম্বর তাদের সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

সোমবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইব্রাহিম খলিল। অন্যদিকে বিবাদীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

জানা গেছে, ২০২২ সালে ৭ এপ্রিল আপিল বিভাগ রিভিউ আবেদনের রায়ে ছয় কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন। তারা হলেন, মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইকবাল কবির চৌধুরী, মো. আনোয়ারুজ্জামান, মনির আহমেদ, মো. বজলুর রশিদ আকন্দ ও মো. নুরুননবী ভূঁইয়া।

তবে বিগত দেড় বছরেও আপিল বিভাগের রায় বাস্তবায়ন না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। এই আবেদনের শুনানি নিয়ে গত ৬ নভেম্বর পদোন্নতির রায় বাস্তবায়নের জন্য বিবাদীদের দুই সপ্তাহ সময় দিয়েছিলেন আপিল বিভাগ।

সেই দুই সপ্তাহ সময় পার হয়ে যাওয়ায় আজ এই বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানিতে বিবাদীদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, আবেদনকারীদের পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। ফলে শুনানি শেষে আপিল বিভাগ তাদের তলব করেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধবেলা বন্ধ
ভার্চুয়াল সম্মেলনে সরকার উৎখাতের পরিকল্পনা জঙ্গিদের!
মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ: দগ্ধ সাহিদা মারা গেছেন
সর্বশেষ খবর
‘আইজ হঠাৎ ঠান্ডা বাড়িছে, দেরিত কামত বেড়াইছি’
‘আইজ হঠাৎ ঠান্ডা বাড়িছে, দেরিত কামত বেড়াইছি’
উত্তাল সমুদ্রে অপূর্ব, চমকে দিলেন ৩০ সেকেন্ডে (ভিডিও)
উত্তাল সমুদ্রে অপূর্ব, চমকে দিলেন ৩০ সেকেন্ডে (ভিডিও)
অনাহারে গাজার অর্ধেক বাসিন্দা: জাতিসংঘ
অনাহারে গাজার অর্ধেক বাসিন্দা: জাতিসংঘ
আজকের আবহাওয়া: লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে, তাপমাত্রা আরও কমার পূর্বাভাস
আজকের আবহাওয়া: লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে, তাপমাত্রা আরও কমার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
একাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনএকাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
সেনাবাহিনী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন
সেনাবাহিনী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন
বাড়তে পারে রিজার্ভ
বাড়তে পারে রিজার্ভ